অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ময়মনসিংহ শহরের প্রিমিয়ার আইডিয়াল হাই স্কুলের আইসিটি ল্যাব থেকে চুরি হওয়া সাত ল্যাপটপের ছয়টি ও একটি ডেস্কটপ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৪মে) রাতে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে চুরি হওয়া এসব ল্যাপটপ উদ্ধার করা হয়।
এর আগে, বুধবার ওই স্কুলের আইসিটি ল্যাবের গেটের তালা কেটে সাতটি ল্যাপটপ ও একটি ডেস্কটপ চুরি করে নিয়ে যায় চোরেরা। এই ঘটনায় বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী হবির ছেলে ইয়াসিন আহমেদ দিহান ও তার বন্ধু বিনয়কে আটক করে জিজ্ঞাসা করা হয়। তবে বিনয়ের সংশ্লিষ্টতা না পেয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। আর চুরির মামলায় নিরাপত্তাকর্মীর ছেলেকে গ্রেফতার করা হয়।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, চুরির মামলায় গ্রেফতার করে বিদ্যালয়ের নিরাপত্তাকর্মী হবির ছেলে ইয়াসিন আহমেদ দিহানকে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্যমতে নগরের কালিবাড়ি এলাকায় অভিযান চালিয়ে ল্যাপটপ ও ডেস্কটপ উদ্ধার করা হয়। বাকি ল্যাপটপ উদ্ধারে পুলিশের অভিযান চলছে। আসামিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।
Leave a Reply