July 30, 2025, 9:14 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে বিয়ে হওয়ায় স্কুল থেকে শিক্ষার্থীকে বের করে দিলেন প্রধান শিক্ষক ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান আওয়ামী লীগকে কেন্দ্র করে পুলিশের বিশেষ শাখা কর্তৃক ‘বিশেষ সতর্কতা’ জারি জাল ইমিগ্রেশন স্ট্যাম্পে মালয়েশিয়ায় প্রবেশচেষ্টার দায়ে ১৫ বাংলাদেশি আটক অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও চায়না মিডিয়া গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানাল বাংলাদেশ আগামী বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ; ৪ দিন পর ৯ জেলে উদ্ধার ; এখনও নিখোঁজ ৬ জন ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ    সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচারণা 
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

মাগুরায় নাশকতার মামলায় সাংবাদিক গ্রেফতার

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা শালিখায় ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমার সংবাদ ও জাতীয় গণমুক্তি পত্রিকার শালিখা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো: জিহাদ হাসানের উপর হামলা ও মিথ্যা নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সাংবাদিক জিহাদ হাসান জানান, বৃহস্পতিবার ৩ জুলাই বিকেল ৫ টার দিকে শালিখা উপজেলার কাজ শেষে শতখালী ইউনিয়নের উদ্যোক্তা আনোয়ার হোসেনের মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। শালিখা উপজেলা থেকে বের হয়ে যশোর মাগুরা হাইওয়ে রোডে উঠলেই ওত পেতে থাকা পাঁচ ছয় জন যুবক প্রতিরোধ করে তাকে টেনেহিঁচড়ে মোটরসাইকেল থেকে নামিয়ে নেয়। একজন যুবক জিজ্ঞেস করে এনাকি ছাত্রলীগ করে, তখন তাদের ভিতর থেকে একজন বলে হ্যাঁ করে, তখন তারা পাঁচ ছয় জন যুবক মিলে কিল ঘুষি মেরে আহত করে এবং জোর করে তার কাছে থাকা মোবাইল, পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা বের করে নেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, বৃহস্পতিবার ৩ জুলাই বিকাল ৫ টার দিকে উপজেলা গেটের সামনে যশোর-মাগুরা হাইওয়ে রোডে মোটরসাইকেল যোগে দুইজন লোক আসছিল তখন আড়পাড়ার পাঁচ ছয় জন যুবক কোন কিছু বুজে উঠার আগেই মোটরসাইকেলের পিছন থেকে লোকটাকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করে এবং তার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

এ বিষয়ে শালিখা থানার অফিসার্স ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, সে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। পুলিশ সুপারের নির্দেশে তাকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্রে জানা যায়, শুক্রবার মাগুরা সদর থানায় নাশকতার মামলায় সাংবাদিক মোঃ জিহাদ হাসানকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

মাগুরার সাংবাদিক মহল থেকে দাবি করা হয়েছে তার ওপর হামলা ও মিথ্যা মামলা সাংবাদিকদের হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছে। অবিলম্বে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

আজকের বাংলা তারিখ



Our Like Page