October 19, 2025, 3:42 pm
শিরোনামঃ
ভূমিসেবায় এসিল্যান্ডদের কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য নয় : ভূমি উপদেষ্টা তালিকায় না থাকায় শাপলা প্রতীক দেওয়া সম্ভব হচ্ছে না : ইসি আনোয়ারুল এমপিওভুক্ত শিক্ষকদের ৫ শতাংশ বাড়িভাড়া ভাতা বাড়িয়ে প্রজ্ঞাপন জারি সুপ্রিম কোর্টে নিয়মিত বিচার কার্যক্রম শুরু ; হাইকোর্টে ৬৬ বেঞ্চ গঠন বাংলাদেশ-চীন সম্পর্কের সুবর্ণজয়ন্তীতে সহযোগিতা জোরদারের অঙ্গীকার পুনর্ব্যক্ত শাহজালাল বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ক্ষয়ক্ষতি নিরূপণে কমিটি গঠন নোয়াখালীকে প্রশাসনিক বিভাগ ঘোষণার দাবিতে বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান গাজীপুরের কালীগঞ্জে সিআইডি পরিচয়ে তরুণী অপহরণের চেষ্টা ; এক নারী গ্রেফতার কুড়িগ্রামে প্রায় দুই মণ গাঁজাসহ দুইজনকে আটক করেছে পুলিশ ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে ইরানের আহ্বান
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় নাশকতার মামলায় সাংবাদিক গ্রেফতার

ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরা শালিখায় ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক আমার সংবাদ ও জাতীয় গণমুক্তি পত্রিকার শালিখা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো: জিহাদ হাসানের উপর হামলা ও মিথ্যা নাশকতার মামলায় গ্রেফতার করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

সাংবাদিক জিহাদ হাসান জানান, বৃহস্পতিবার ৩ জুলাই বিকেল ৫ টার দিকে শালিখা উপজেলার কাজ শেষে শতখালী ইউনিয়নের উদ্যোক্তা আনোয়ার হোসেনের মোটরসাইকেল যোগে বাড়িতে ফিরছিলেন। শালিখা উপজেলা থেকে বের হয়ে যশোর মাগুরা হাইওয়ে রোডে উঠলেই ওত পেতে থাকা পাঁচ ছয় জন যুবক প্রতিরোধ করে তাকে টেনেহিঁচড়ে মোটরসাইকেল থেকে নামিয়ে নেয়। একজন যুবক জিজ্ঞেস করে এনাকি ছাত্রলীগ করে, তখন তাদের ভিতর থেকে একজন বলে হ্যাঁ করে, তখন তারা পাঁচ ছয় জন যুবক মিলে কিল ঘুষি মেরে আহত করে এবং জোর করে তার কাছে থাকা মোবাইল, পকেট থেকে মানিব্যাগ বের করে টাকা বের করে নেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীরা নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন জানান, বৃহস্পতিবার ৩ জুলাই বিকাল ৫ টার দিকে উপজেলা গেটের সামনে যশোর-মাগুরা হাইওয়ে রোডে মোটরসাইকেল যোগে দুইজন লোক আসছিল তখন আড়পাড়ার পাঁচ ছয় জন যুবক কোন কিছু বুজে উঠার আগেই মোটরসাইকেলের পিছন থেকে লোকটাকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করে এবং তার কাছে থাকা মোবাইল, মানিব্যাগ ছিনিয়ে নেয়। পরে পুলিশ এসে তাকে নিয়ে যায়।

এ বিষয়ে শালিখা থানার অফিসার্স ইনচার্জ মোঃ ওলি মিয়া জানান, সে নিষিদ্ধ ছাত্রলীগের সদস্য। পুলিশ সুপারের নির্দেশে তাকে মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

সূত্রে জানা যায়, শুক্রবার মাগুরা সদর থানায় নাশকতার মামলায় সাংবাদিক মোঃ জিহাদ হাসানকে গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়।

মাগুরার সাংবাদিক মহল থেকে দাবি করা হয়েছে তার ওপর হামলা ও মিথ্যা মামলা সাংবাদিকদের হয়রানি করার উদ্দেশ্যে করা হয়েছে। অবিলম্বে তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page