November 17, 2025, 1:56 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে কেন্দ্রভিত্তিক নির্বাচনী পথসভা করলেন ধানের শীষের প্রার্থী মেহেদী হাসান রনি  ঝিনাইদহে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান বিচারকের সন্তান হত্যা ; কালোব্যাজ কর্মসূচি পালন করলেন দেশের নিম্ন আদালতের বিচারকরা বাংলাদেশিদের সহজে ভিসা দিচ্ছে না বিশ্বের বিভিন্ন দেশ ;  বিবিসি বাংলার প্রতিবেদন পোস্টাল ভোটিং জটিল হলেও আগামী নির্বাচনে বাংলাদেশ চ্যালেঞ্জটি নিতে যাচ্ছে : সিইসি অস্থিরতা সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে : বিএনপি মহাসচিব একটি নির্দিষ্ট দলকে খুশি করতে ‘গোপন  প্রশাসনে নিয়োগ ও বদলি : জামায়াতের সেক্রেটারি সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ১ হাজার ১৩৯ লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুনের পর ফেসবুকে ‘আউট’ লিখলেন অভিযুক্ত ছাত্রদল নেতা হেফাজতে থাকা আসামির বক্তব্য মিডিয়ায় প্রচার ; আরএমপির ৪ পুলিশ বরখাস্ত
এইমাত্রপাওয়াঃ

মাগুরায় বিধবা মহিলার ৩০ বছর পর জমি দখলের অভিযোগ 

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা পৌরসভার পারলা গ্রামের বিধবা সপ্না ৩০ বছর আগের জমি দখল করে নিচ্ছে প্রতিবেশী তুহিন। ৮ই এপ্রিল মঙ্গলবার সদর থানায় অভিযোগ দেয়া হয়েছে।
অভিযোগে স্বপ্না খাতুন জানান জানান, আমি মোছাঃ সল্লা পারভীন (৩৭), স্বামী-মৃত মুজিবর রহমান, সাং-পারলা (পূর্ব পাড়া), থানা-মাগুরা সদর, জেলা-মাগুরা। অদ্য খানায় হাজির হইয়া বিবাদী মোঃ তুহিন বিশ্বাস (৪০), মো: ইমরান বিশ্বাস (৩৫), উভয় পিতা-মোঃ নিজাম উদ্দিন বিশ্বাস, উভয় সাং-পারলা (পূর্ব পাড়া), থানা-মাগুরা সদর, জেলা-মাগুরাসহ অজ্ঞাতনামা ৫/৬ জন বিবাদীগনদের বিরুদ্ধে অভিযোগ করিতেছি যে, উক্ত বিবাদীদ্বয় অতিশয় দুর্দান্ত, বেপরোয়া ও পরসম্পদলোভী প্রকৃতির লোক হইতেছে। উক্ত বিবাদী মোঃ তুহিন বিশ্বাস ও বিবাদী মো: ইমরান বিশ্বাস সম্পর্কে আমার চাচাতো দেবর। উক্ত বিবাদীদ্বয় ও আমাদের বসত বাড়ী একইগ্রামে পাশাপাশি  ইং-০৮/০৪/২০২৫ তারিখে আনুমানিক সকাল ৭ টার সময়  উক্ত ১নং ও ২নং বিবাদীদ্বয় এবং তাদের সঙ্গীয় অজ্ঞাতনামা ৫/৬ বিবাদীরা সংঘবদ্ধে হাতে লাঠিসোঠা, হাতুড়ী, পোহার রড নিয়ে আমার বসত বাড়ীর পূর্বে পার্শ্বে প্রবেশ করত: আমার বসত বাড়ীর পূর্ব পার্শ্বের সিমানার পিলার ভাঙ্গিয়া ফেলে। তখন আমি ঘটনাস্থলে গিয়ে বিবাদীদের কাছে কারণ জিঙ্গাসা করিলে বিবাদী মোঃ তুহিল বিশ্বাস আমাকে দেখা মাত্রই অকত্য ভাষায় গালি-গালাজ শুরু করে। আমি নিষেধ করিতে গেলে বিবাদী মো: ইমরান বিশ্বাস তার হাতে থাকা লোহার রড দিয়ে আমাকে মারপিট করার জন্য তেড়ে আসে এবং বিবাদী তুহিন আমাকে জখম করার জন্য ভার হাতে থাকা হাতুড়ী আমার দিয়ে ছুড়ে মারে। তখন আমার ডাক-চিৎকারে আশেপাশের লোকজন আগাইয়া আসেলে। বিবাদীদ্বয় আমার উপর মারমুখি আচরণসহ খুন জখমের হুমকি ধামকি প্রদান করে। তখন আমি নিরুপায় হইয়া ঘটনাস্থল ত্যাগ করি।
পরবর্তীতে উক্ত বিবাদীদ্বয় ও তাদের সহযোগী অজ্ঞাতনামা বিবাদীরা আমার বসত বাড়ীর সামনে আসিয়া পুনরায় তাদের দেশীয় অস্ত্র-সন্ত্র উচিয়ে আমাকে ও আমার পরিবারের সদস্যগনদের আমাদের বসত বাড়ী ছেড়ে চলিয়া যাইতে বলছে। অন্যথায় আমাদের বসত-বাড়ী ভাংচুর করিয়া আগুনে পুড়াইয়া দিবে। উক্ত বিষয়ে আমি পারিবারিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের মধ্যস্ততায় মিমাংসা করার চেষ্টা করিয়া কোন সুফল হয় নাই। স্বপ্না খাতুন প্রশাসন ও মিডিয়ার কাছে এর বিচার দাবি করেন।
তিনি আরও জানান আজ মাগুরা সদর থানায় অভিযোগ দায়ের করতে গেলে তুহিন বিশ্বাস থানার গেট থেকে অভিযোগ দেওয়ার জন্য হুমকি ধামকি প্রদান করে এবং থানায় অভিযোগ দিলে তার কিছুই হবে না এই কথা বলে।
তুহিন বিশ্বাস জানান, আজ থেকে ৩০ বছর পূর্বে বাবা ও চাচার কাছে বিক্রি করে পুরো জায়গা জমি। বাসাররা জমি রেজিস্ট্রি না করে গাছ গাছালি ও ঘর ভেঙে দিয়ে একপাশের জায়গা দখল করে নেয় এবং জমি রেকর্ড হয়েছে এবং জমি রেকর্ড হয়েছে আমাদের নামে কিন্তু রেজিস্ট্রি করে দেয়নি তারা। এলাকার মুরুব্বী মতলেব খা, আমির খা, নবুওয়ার খা ও লতিফ খা এদের নলেজে ছিলো। জমিতে না যাওয়ার কারণ হলো মুখী ডাকাত ছিলো তখন ক্ষমতা ধর ব্যক্তি। আর আর তারা খুটি গেড়ে দিয়েছে আমাদের জায়গায়।

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page