ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : উৎপাদনমুখী সমিতি করি উন্নত বাংলাদেশ গড়ি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরা সদর উপজেলায় সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃজনের লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার ৩ জুন সকাল ৯ টার সময় চাউলিয়া বাস স্ট্যান্ড স্মার্ট আইসিটি পেশাজীবি সমবায় সমিতি লিমিটেড অফিসে মাগুরা সদর উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ করা হয়।
প্রশিক্ষণে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ জহুরুল আলম, মাগুরা জেলা সমবায় অফিসার মোঃ ফরিদুল ইসলাম, মাগুরা সদর উপজেলা সমবায় অফিসার বিরাজ মোহন কুন্ডু ও অন্যান্য বক্তা বৃন্দগণ।
এছাড়াও মাগুরা জেলা সমবায় দপ্তর কোর্স পরিচালক ও সরেজমিনে তদন্তকারী মোঃ হাসিবুর রহমান, মাগুরা সদর উপজেলা সমবায় দপ্তর সহকারী কোর্স পরিচালক ও সহকারী পরিদর্শক মুনজিলা খাতুন।
সমবায় অধিদপ্তর, ঢাকা এর অর্থায়নে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ এর আওতাধীন বাছাইকৃত ২৫ জন সমবায়ীকে সমবায় সংগঠনের সক্ষমতা বৃদ্ধি ও উদ্যোক্তা সৃজনের লক্ষ্যে ১ দিনব্যাপী প্রশিক্ষণ দেওয়া হয়।