September 15, 2025, 12:41 pm
শিরোনামঃ
কোস্টগার্ডের অভিযানে খুলনার কয়রায় হরিণের মাংসসহ শিকারি আটক  মুসলিম দেশগুলোকে ইসরাইলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানালেন ইরানের প্রেসিডেন্ট বিশ্বকে ‘দ্বৈত নীতিমালা পরিহারের’ আহ্বান কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি ; ২০৫০ সাল নাগাদ ঝুঁকিতে ১৫ লাখ অস্ট্রেলীয় শপথ নিলেন নেপালের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রীরা যাবজ্জীবন কারাদণ্ডের মেয়াদ কমানোর পরিকল্পনা করছে সরকার : স্বরাষ্ট্র উপদেষ্টা আগামী ১২ অক্টোবর থেকে ৪ কোটি ৯০ লাখ শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা ভূমিকম্পে একসঙ্গে কাঁপল বাংলাদেশ-ভারতসহ দক্ষিণ এশিয়ার ৬ দেশে খাগড়াছড়িতে সেনাবাহিনী কর্তৃক কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও শিক্ষা সহায়তা প্রদান দিনাজপুরে গমের জাত উদ্ভাবন ও সম্প্রসারণ বিষয়ক কর্মশালা
এইমাত্রপাওয়াঃ
বাংলাদেশে স্নাতক ডিগ্রিধারী বেকারের সংখ্যা প্রায় ৯ লাখ

মাগুরায় ৯৯ টি কমিউনিটি ক্লিনিকে উন্নত চিকিৎসা উপকরণ বিতরণ

ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরায় জেলা প্রশাসন কর্তৃক মাগুরা জেলার ৪ উপজেলা মাগুরা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখার সকল (৯৯ টি) কমিউনিটি ক্লিনিকে উন্নত চিকিৎসা উপকরণ বিতরণ, মা ও শিশু কর্নার স্থাপন এবং বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে ।

আজ রবিবার ২ জুন দুপুরে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান মিলনায়তন মাগুরা জেলা প্রশাসনের আয়োজনে কমিউনিটি ক্লিনিকের অনুষ্ঠান করা হয়।

কমিউনিটি ক্লিনিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের ও সার্বিক সহযোগিতায় মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানুর রহমান।

কমিউনিটি ক্লিনিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার এস এম মোবাশ্বের হোসাইন, মাগুরা সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবীর, মাগুরা জেলা শাখা বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আ.ফ.ম আব্দুল ফাত্তাহ, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাঃ মোহসিন উদ্দিন ফকির।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শালিখা উপজেলা নির্বাহী অফিসার হরেকৃষ্ণ অধিকারী, শালিখা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সাইমুন নিছা, ছোনপুর কমিউনিটি ক্লিনিক সিএইচসিপি কানিজ ফারজানা রিপা, চিলগাড়ি কমিউনিটি ক্লিনিক শ্রীপুর সিএইচসিপি মোঃ রুবেল বিশ্বাস। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মহম্মদপুর উপজেলা নির্বাহী অফিসার পলাশ মন্ডল, শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল। অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন, নাবিলা ইয়াসমিন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মাগুরা জেলা প্রশাসনের কার্যালয় ও সহকারী কমিশনার মোঃ সাজ্জাদ হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি মাগুরা জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ বলেন, কমিউনিটি ক্লিনিক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগের একটি। কমিউনিটি ক্লিনিক বর্তমান সরকারের স্বাস্থ্যসেবার সাফল্যের এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা দেশে-বিদেশে নন্দিত। প্রধানমন্ত্রী শেখ হাসিনা চিকিৎসাসেবাকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য এ অনন্য উদ্যোগ গ্রহণ করেছেন। গ্রামীন জনগণের মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার জন্য উদ্যোগ শুরু করেছেন। আর এজন্যই মাগুরা জেলার চার উপজেলার ৯৯ টি কমিউনিটি ক্লিনিকে স্বাস্থ্য উপকরণ, মা ও শিশু কর্নার স্থাপন ও প্রতি কমিউনিটি ক্লিনিকে অন্তত ৫ টি করে বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা।

মাগুরা জেলায় ৯৯ টি কমিউনিটি ক্লিনিক বিদ্যমান, স্বাস্থ্যসেবা প্রদান আরো উন্নতর করার জন্য মাগুরা জেলার ভিন্ন এই মান্যবর জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ মাগুরা জেলার সকল কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা উপকরণ ওয়েট মেশিন, স্ফিগমোম্যানোমিটার (ব্লাড প্রেশার মাপার যন্ত্র), গ্লুকোমিটার, থার্মোমিটার, পরিদর্শন রেজিস্টার, সাধারণ রোগী দেখার রেজিস্টার বিতরণ করার মহোতী উদ্যোগ গ্রহণ করেছেন। এছাড়া মা ও শিশু কর্নার স্থাপন এবং বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন।

আজকের বাংলা তারিখ

September ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০  


Our Like Page