ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : দীর্ঘদিন মাগুরায় অত্যান্ত সুনাম, যোগ্যতা ও দক্ষতার সাথে বাংলাদেশ মেডিকেল ম্যাশিনারিজ ও রিএজেন্টের জায়ান্ট কোম্পানি “ট্রেডসওয়ার্থ” লিমিটেডের ম্যানেজার (ব্যবস্থাপক) হিসেবে কর্মরত ছিলেন, মোঃ মশিউল আজম। প্রমোশন নিয়ে গোপালগঞ্জ জেলায় চলে যাওয়ার বিদায় মূহুর্তে মাগুরা জেলা প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের পক্ষ থেকে ফেয়ার ওয়েল দেওয়া হলো। আমরা তার কল্যাণ ময় সুস্থ জীবন কামনা করি।
এসময় উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রাইভেট ক্লিনিক ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের সভাপতি মোঃ হাসান জামান, সেক্রেটারি মোঃ মুরাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম শাহিন। ক্লিনিক ডায়াগনস্টি এসোসিয়েশনের স্থায়ি কমিটির সদস্য ও সালেহা ডায়াগনস্টিকের প্রোপাইটর মোস্তাক আহমেদ।
সাইন্স ল্যাবের প্রোপাইটর ও ক্লিনিক ডায়াগনস্টিক অনার্স এসোসিয়েশনের স্থায়ী কমিটির সদস্য মেজবাহ উল আলম প্রমুখ।