October 11, 2025, 6:42 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে টাকার প্রলোভনে বাকপ্রতিবন্ধী ভিক্ষুক নারীকে ধর্ষণ ; স্বামীকে মারধর ; থানায় মামলা দায়ের নির্বাচনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ নিরাপত্তা : প্রধান নির্বাচন কমিশনার রাজধানীর কাকরাইলের সাউন্ডগ্রেনেড বিস্ফোরণে জাতীয় পার্টির সমাবেশ পণ্ড আগামীকাল রোববার থেকে দেশে প্রথমবার টাইফয়েডের টিকা প্রদান শুরু ইসরায়েলে আটক আলোকচিত্রী শহিদুল আলম দেশে ফিরেছেন মা ইলিশ রক্ষায় চাঁদপুরে টাস্কফোর্সের অভিযানে ২৪ জেলে আটক হবিগঞ্জে ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘরে পাওয়া গেল বস্তা ভর্তি টাকা !  দিনাজপুরে গাঁজাসহ আটক মাদক প্রতিরোধ কমিটির সভানেত্রী সেলিনা পারভীন নোবেল পুরস্কারে ট্রাম্পের বাদ পড়ায় নোবেল কমিটির সমালোচনায় হোয়াইট হাউস  পাকিস্তানে পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রে আত্মঘাতী হামলায় ৭ পুলিশ ও ৬ সন্ত্রাসী নিহত
এইমাত্রপাওয়াঃ

মাগুরা শালিখা উপজেলার খাটর রামানন্দ কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ 

 
ফারুক আহমেদ, মাগুরা জেলা প্রতিনিধি : মাগুরা শালিখা উপজেলার গঙ্গারামপুর ইউনিয়নের খাটর রামানন্দ কাটি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে দুর্নীতির নানা রকমের অভিযোগ উঠেছে।
কাজী শামিনুল ইসলাম দোলনের শালিখা উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, মাগুরা শালিখা উপজেলার ৭ নং গঙ্গারামপুর ইউনিয়নের খাটর রামানন্দ কাঠি মাধ্যমিক বিদ্যালয় এর সাবেক সভাপতি আ: ছাত্তার লঙ্কার ও প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম এর সমন্বয়ে গত কয়েক বছর ধরে বিদ্যালয়ের আর্থিক ক্ষতিসহ নানা প্রকার ক্ষতি করে। যেমন- নিয়োগ দুর্নীতি ৫৫ লক্ষ টাকা যাহা আমাদের স্বাক্ষীসহ ভিডিও রেকর্ড ধারনকৃত। বিদ্যালয়ের বিভিন্ন প্রকার মালামাল যেমন-রড ২ লক্ষ ৪০ হাজার টাকা, ফ্যান-১৭ পিচ, বিদ্যালয়ের মূল ফটকের গেইট সহ বিদ্যালয়ের ব্যাপক ক্ষতি সাধন করেছে। এমতাবস্থায় আমি ও আমার এলাকাবাসী ও অভিভাবকবৃন্দ সকলেই একমত পোষন করছি যে, বিদ্যালয়টিকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে রক্ষা পাইবার জন্য।
উপরোক্ত বিষয়টি সু-বিবেচনায় নিয়ে সঠিক তদন্ত পূর্বক বিদ্যালয় এর দুর্নীতি গ্রস্থকারীদের আইনের আশ্রয় গ্রহন করতে এবং বিদ্যালয়ের ক্ষতিগ্রস্থ টাকা ও সম্পদ ফিরিয়ে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করার অনুরোধ করেন।
খাটর রামানন্দ কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষে কাজী শামিনুল ইসলাম (দোলন) দাতা সদস্য খাটর রামানন্দ কাঠি মাধ্যমিক বিদ্যালয়
শালিখা মাগুরা। অভিভাবক সদস্যবৃন্দ মোঃ হাসান সরোয়ার (বিপ্লব) মোঃ আক্তার মোল্যা। এলাকাবাসীর পক্ষে মোঃ আমরার মোল্লা, মোঃ শাহীনুর রহমান – শাহীনুর, আঃ সামাদ শিকদার, আঃ সামাদ, মোঃ পিয়ার আলী-পিয়ার, মোঃ টুকু মোল্যা, মো: রেসাল, মোঃ লায়েব আলী সর্দার, মো: রবিউল ইসলাম, মোঃ লিটন মোল্যা, মোঃ ওমর আলী ওমর, মোঃ জিয়াউর রহমান।
রবিবার ২০ অক্টোবর বিকাল ৪ টার সময়ে এবিষয়ে খাটর রামানন্দ কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আব্দুল সাত্তার লস্কার জানান, এবিষয়ে আমি কোন কিছুই জানি না।
রবিবার ২০ অক্টোবর বিকাল ৩ টার সময় খাটর রামানন্দ কাঠি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহিদুল ইসলাম জানান, নিয়োগ বাণিজ্য বিষয় সম্পর্কে আমি কিছু জানি না এটা সাবেক সভাপতি আব্দুর সাত্তার লস্কর জানেন এবং রড বিষয় সত্য নয়, ফ্যান স্কুলে আছে এবং প্রধান গেটের রড ৮১০০ টাকা বিক্রি করা হয়ে ছিলো।
শালিখা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা মমতাজ বলেন, লিখিত অভিযোগ এর তদন্তের ভিত্তিতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরও বলেন, লিখিত অভিযোগটি শালিখা থানার অফিসার ইনচার্জ বরাবর দিতে হবে।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page