অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য মিশিগানের প্রবাসী বাংলাদেশী আমেরিকানদের স্বপ্নের বহুল জনসমাদৃত মৃধা ফাউন্ডেশন এবার মিডিয়া কর্মীদের অ্যাওয়ার্ড প্রদান করবে|
এ উপলক্ষ্যে সংশ্লিষ্ট ফাউন্ডেশনের পক্ষ থেকে ইতিমধ্যে অত্যন্ত সৌন্দর্য্যমন্ডিত বিশাল মঞ্চ সাজানো সহ নানা প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে |
শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় মিশিগানের ওয়ারেন এলাকাস্থ জননন্দিত মৃধা বেঙ্গলি কালচারাল সেন্টারে এই অনুষ্ঠান শুরু হবে। সাংবাদিকদেরকেও এই অ্যাওয়ার্ড প্রদান করা হবে | হবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানও | এতে মৃধা ফাউন্ডেশন ও কালচারাল সংগঠন এবং সেন্টারের মূল প্রতিষ্ঠাতা প্রধান পৃষ্ঠপোষক বিশিষ্ট দার্শনিক,চিকিৎসক ডক্টর দেবাশীষ মৃধা ও তার সহধর্মিনী সুপ্রভাত মিশিগান পত্রিকার সম্পাদক মন্ডলীর সভাপতি চিনু মৃধা ছাড়াও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট কমিউনিটি লিডার,দানশীল ব্যক্তিত্ব, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা ও ভাস্কুলার সার্জন ডক্টর সৈয়দ শওকত হোসেন এবং সংস্কৃতি মনা ব্যক্তিত্ব জাহেদ জিয়া |
অনুষ্ঠানের মূল আকর্ষণ হিসেবে গান পরিবেশ করবেন মিশিগানে জনপ্রিয় কণ্ঠ শিল্পী জিন্নাহ খান.তিনি অমর একুশের বাংলা গানের ডালি নিয়ে অতিথিদের মাতোয়ারা করে খানিকটা সময়ের জন্য হলেও সংগীত ভুবনে নিয়ে ঘুরিয়ে নিয়ে আসবেন বলে আযোজকদের প্রত্যাশা.এছাড়াও আরেকটি জনপ্রিয় গান নিয়ে আসবেন এক ঝাঁক উদীয়মান কণ্ঠ শিল্পীর সমন্বয়ে গঠিত এবং নন্দিত বাংলা ব্যান্ড এর Ten & Half Miles।
অনুষ্ঠানকে ঘিরে মিডিয়া কর্মী সহ মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিরাজ করছে আনন্দ উচ্ছাস |
আয়োজকগণ জনকণ্ঠকে জানিয়েছেন,আজকের সংশ্লিষ্ট অনুষ্ঠানে বিপুল সংখ্যক কণ্ঠ-নৃত্য শিল্পী, অভিনেতা, সাহিত্যিক,সাংবাদিক, ধর্মীয় নেতা ও প্রবাসী বাংলাদেশীদের সমাগম ঘটবে।
Leave a Reply