অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ওমান সাগর থেকে মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী একটি তেল ট্যাংকার আটক করেছে ইরান। ট্যাংকারটি একটি ইরানি নৌযানে আঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করার সময় এটিকে আটক করে ইরানের পানিসীমায় নিয়ে আসা হয়েছে।
ইরানের নৌবাহিনীর গণযোগাযোগ বিভাগ জানিয়েছে, গতকাল (বুধবার) দিনের শেষভাগে পারস্য উপসাগরে একটি ইরানি মাছ ধরার নৌকায় আঘাত করে বিদেশি তেল ট্যাংকারটি। এ ঘটনায় কয়েকজন ইরানি জেলে আহত হন এবং দু’জন এখনও নিখোঁজ রয়েছেন।
এ ঘটনার পর মার্শাল দ্বীপপুঞ্জের পতাকাবাহী ট্যাংকারটি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে দ্রুত ঘটনাস্থল থেকে সটকে পড়ার চেষ্টা করে। আন্তর্জাতিক আইনে বলা হয়েছে, এ ধরনের সংঘর্ষ বা দুর্ঘটনা ঘটলে আক্রান্ত জাহাজের নাবিকদের উদ্ধার করা এবং আহত হলে তাদের চিকিৎসার ব্যবস্থা করা আঘাতকারী জাহাজের দায়িত্ব। কিন্তু বিদেশি জাহাজটি তা না করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
এ সময় ইরানি মাছ ধরার নৌকার অক্ষত জেলেরা তাদের কাছে থাকা যন্ত্রের মাধ্যমে সাহায্যের আবেদন জানান।তখন ইরানের দক্ষিণাঞ্চলীয় চাবাহার বন্দরে মোতায়েন নৌবাহিনীর ‘বাইয়ান্দার’ নামক ডেস্ট্রয়ার দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং আঘাতকারী বিদেশি জাহাজটিকে আটক করে। ততক্ষণে জাহাজটি পারস্য উপসাগর পার হয়ে ওমান সাগরে প্রবেশ করেছিল।