অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজা থেকে ফিলিস্তিনিদের স্থায়ীভাবে সরিয়ে নেয়া হবে, তাদেরকে আর গাজায় ফিরতে দেয়া হবে না। ফক্স নিউজ টেলিভিশন চ্যানেলকে দেয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প এই ঘোষণা দেন। তার এ সাক্ষাৎকারের আংশিক গতকাল (সোমবার) সম্প্রচার হয়েছে।
সাক্ষাৎকারে ট্রাম্পকে জিজ্ঞেস করা হয় তার পরিকল্পনা অনুসারে গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে নেয়ার পর তারা আর গাজায় ফিরতে পারবে কিনা। জবাবে ট্রাম্প সরাসরি বলেন, ফিলিস্তিনিরা আর গাজায় ফিরতে পারবে না। সাক্ষাৎকারে ট্রাম্প গাজার “মালিকানা” নেয়ার বিষয়ে তার প্রচেষ্টার কথাও পুনর্ব্যক্ত করেন।
সাক্ষাৎকারে ট্রাম্প আরো বলেছেন, মিশর এবং জর্দান যদি ফিলিস্তিনিদের গ্রহণ না করে তাহলে এই দুই দেশকে সব ধরনের সাহায্য বন্ধ করে দেবে আমেরিকা। মিশর ও জর্দানকে প্রতিবছর আমেরিকা শত শত কোটি ডলার সাহায্য দিয়ে থাকে বলেও উল্লেখ করেন তিনি।
এছাড়া ট্রাম্প বলেছেন, শনিবার দুপুরের মধ্যে যদি হামাস ইসরাইলের সব বন্দীকে মুক্তি না দেয় তাহলে তাদের জন্য নরকের দরজা খুলে যাবে।
ডোনাল্ড ট্রাম্প গাজার মালিকানা নিয়ে সেখানে সুন্দর বসতির গড়ে তোলার কথা বলেন, তবে গাজার বাসিন্দারা সেখানে ফিরতে পারবেন না বলে পরিষ্কার জানান।
ট্রাম্প গাজা দখলের কথা বললেও জাতিসংঘ সনদ জোরপূর্বক যেকোনো ভূখণ্ড দখলকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। ট্রাম্পের গাজা দখলের পরিকল্পনায় বিশ্বব্যাপী নিন্দা ও সমালোচনার ঝড় উঠেছে। গাজাবাসী তাদের মাতৃভূমি ছেড়ে না যাওয়ার অঙ্গীকার করেছেন। ইসলামী প্রজাতন্ত্র ইরানসহ মধ্যপ্রাচের দেশগুলোও ট্রাম্পের ঘোষণাকে ভালো চোখে দেখছে না।
Leave a Reply