July 29, 2025, 9:48 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে বিয়ে হওয়ায় স্কুল থেকে শিক্ষার্থীকে বের করে দিলেন প্রধান শিক্ষক ২০২৬ সালের একুশে পদকের জন্য মনোনয়ন আহ্বান আওয়ামী লীগকে কেন্দ্র করে পুলিশের বিশেষ শাখা কর্তৃক ‘বিশেষ সতর্কতা’ জারি জাল ইমিগ্রেশন স্ট্যাম্পে মালয়েশিয়ায় প্রবেশচেষ্টার দায়ে ১৫ বাংলাদেশি আটক অনলাইন এডিটরস অ্যালায়েন্স ও চায়না মিডিয়া গ্রুপের মধ্যে সমঝোতা স্মারক সাক্ষর থাইল্যান্ড-কম্বোডিয়ার যুদ্ধবিরতি ঘোষণাকে স্বাগত জানাল বাংলাদেশ আগামী বৃহস্পতিবার মুদ্রানীতি ঘোষণা করবে বাংলাদেশ ব্যাংক বঙ্গোপসাগরে ট্রলার ডুবি ; ৪ দিন পর ৯ জেলে উদ্ধার ; এখনও নিখোঁজ ৬ জন ঝিনাইদহে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ    সাতক্ষীরায় সড়ক নিরাপত্তা বিষয়ে প্রচারণা 
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

মুসলিম দেশগুলোর নীরবতার সুযোগে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে : আবদুল মালেক আল হুথি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসরায়েলি আগ্রাসন, গাজায় চলমান গণহত্যা এবং মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা নিয়ে কঠোর ভাষায় প্রতিক্রিয়া জানিয়েছেন ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের নেতা সাইয়্যেদ আবদুল মালেক বদরুদ্দিন আল হুথি। একই সঙ্গে তিনি সাম্প্রতিক আন্তর্জাতিক পরিস্থিতি ও মুসলিম জাতির সামনে দায়িত্ববোধের কথাও তুলে ধরেন।

২৪ জুলাই বৃহস্পতিবার সাপ্তাহিক ভাষণে আল হুথি বলেন, “এই মুহূর্তে ফিলিস্তিনিরা, বিশেষত নারী ও শিশুরা ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে। মার্কিন সমর্থন এবং আরব-মুসলিম দেশগুলোর নীরবতার সুযোগে ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। এই সপ্তাহটি ছিল সবচেয়ে ভয়াবহ—তারা ইচ্ছাকৃতভাবে গর্ভবতী নারীদের লক্ষ্যবস্তু করছে যাতে এক গুলিতে দুটি প্রাণ হারায়।”

তিনি বলেন, “গাজাবাসীদের অনাহারে রাখার মতো বর্বরতা শুধু মানবতাবিরোধী অপরাধ নয়, বরং এটি পুরো মুসলিম ও আরব জাতির জন্য চিরস্থায়ী কলঙ্ক। গাজার শিশুরা এখন অপুষ্টি ও অনাহারে ধুঁকছে, যা গোটা মানবজাতির জন্যই অপমানজনক। ইসরায়েলি বাহিনী শিশুদের দুধ পর্যন্ত আটকে রেখেছে। এমনকি তারা গর্ব করে শিশু হত্যার ভিডিও প্রকাশ করছে যেন সেটা কোনো খেলা! তবে কোথায় সেই মানবাধিকার, কোথায় শিশু অধিকারের তথাকথিত সংগঠনগুলো?”

আল হুথি বলেন, “গত ৫ দিনে বহু মানুষ কিছু খেতে পারেনি। অপুষ্টিতে আক্রান্ত প্রায় ৭১ হাজার শিশু এখন মৃত্যুঝুঁকিতে এবং ৯ লাখ শিশু অনাহারে ভুগছে। তাদের মধ্যে ৭০ হাজার প্রবেশ করেছে মারাত্মক অপুষ্টির স্তরে।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “শান্তি ও স্বাভাবিকীকরণের যে প্রচার চালানো হচ্ছে, তা ফিলিস্তিনিদের মনোবল ভাঙার এক গভীর চক্রান্ত। এই প্রোপাগান্ডা আরব মিডিয়া ও শিক্ষাব্যবস্থায় ঢুকিয়ে দেওয়া হয়েছে।”

আল হুথি স্পষ্ট করে বলেন, “ইসরায়েল কখনোই প্রকৃত শান্তি চায় না। তারা ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি তো দূরে থাক, এমনকি সীমিত পরিসরের কোনো স্বায়ত্তশাসিত রাষ্ট্রও মানতে রাজি নয়। তারা কেবল একটি পরাধীন ব্যবস্থার কথা বলে, যার সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে তাদের হাতে।”

তিনি বলেন, “যারা ভাবেন ইসরায়েল কিছু ন্যায্যতা মানবে, তারা ভুল করছেন। কুরআনের ভাষায়—ওরা কাউকেই কিছু দেয় না।”

আল হুথি বলেন, “গাজার মানুষ আজ মনে করে তারা মুসলিম ও আরব সরকারের বিশ্বাসঘাতকতার শিকার। কারণ এত ভয়াবহ পরিস্থিতিতেও কেউ ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “বিভিন্ন আরব সরকার এখন ইসরায়েলি ও মার্কিন প্রোপাগান্ডা আরবিতে অনুবাদ করে নিজ জনগণের মধ্যে ছড়িয়ে দিচ্ছে।”

আনসারুল্লাহ নেতা বলেন, “যদি এখনই ইসরায়েলের আগ্রাসন থামানো না হয়, তবে তা গোটা অঞ্চলে ছড়িয়ে পড়বে। তখন কেউ নিরাপদ থাকবে না।”

তিনি জানান, “আমেরিকা ও ইসরায়েল মুসলিম বিশ্বকে নিরস্ত্র করতে চায় যাতে তাদের দমন করা সহজ হয়। কিন্তু ইয়েমেন সেই ফাঁদে পড়বে না। প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধির জন্য আমরা সর্বদা প্রস্তুত।”

আল হুথি বলেন, “ইসরায়েলের এইলাত বন্দর ও বেন গুরিয়ন বিমানবন্দরের ওপর নিষেধাজ্ঞা অব্যাহত থাকবে। সেই অবরোধ আরও কার্যকর করার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিচ্ছি।”

তিনি বলেন, “গাজার প্রতিরোধ যোদ্ধাদের বীরত্বের কারণে ইসরায়েলি সেনাবাহিনী কৌশলগত সংকটে পড়েছে। অন্যদিকে, বিশ্বজনমত এখন ফিলিস্তিনিদের পক্ষে ও মুসলিম জাতির প্রতি সহানুভূতির দিকে ঝুঁকে পড়ছে।”

আজকের বাংলা তারিখ



Our Like Page