December 16, 2025, 9:08 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে যথাযোগ্য মর্যাদার সাথে মহান বিজয় দিবস পালিত মাগুরার হাজরাপুর ইউনিয়নে গ্রামীণ অবকাঠামো প্রকল্পের কাজের ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ  মহান বিজয় দিবসে ফুলে ফুলে ভরে উঠেছে জাতীয় স্মৃতিসৌধ মহান বিজয় দিবসে পতাকা হাতে ৫৪ বাংলাদেশি প্যারাট্রুপারের বিশ্বরেকর্ড মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন গোলাম আজম যদি জাতির শ্রেষ্ঠ সন্তান হয় তবে বীর মুক্তিযোদ্ধাদের অবস্থানটা কোথায় : মির্জা আব্বাস নিরাপত্তার শঙ্কায় নির্বাচন থেকে সরে দাঁড়ালেন নারায়ণগঞ্জের বিএনপি মনোনীত প্রার্থী মাসুদ বিজয় দিবস উপলক্ষে মোংলায় জনসাধারণের জন্য উন্মুক্ত ৩ যুদ্ধজাহাজ বিজয় দিবসের আগের রাতে শরীয়তপুরে বীর মুক্তিযোদ্ধার কবরে আগুন মুক্তিযুদ্ধ নিয়ে রচিত ইতিহাসের ৯০ শতাংশই কল্পকাহিনী : জামায়াত প্রার্থী আমির হামজা
এইমাত্রপাওয়াঃ

যুক্তরাষ্ট্রের বিধ্বস্ত ড্রোনের অবশিষ্টাংশ উদ্ধারের চেষ্টা করবে রাশিয়া

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রিপার ড্রোন হল ২০ মিটার (৬৬ ফুট) ডানা বিশিষ্ট নজরদারি বিমান কৃষ্ণ সাগরে বিধ্বস্ত মার্কিন ড্রোনের অবশিষ্টাংশ উদ্ধারের চেষ্টা করবে রাশিয়া। মঙ্গলবার বড় এমকিউ-৯ রিপার ড্রোনটি পানিতে তলিয়ে যায়।

মার্কিন যুক্তরাষ্ট্র বলেছে, রাশিয়ান জেট তার পাখা ক্লিপ করার পরে ড্রোনটি অচল হলে ক্ষতিগ্রস্ত ড্রোনটি নামিয়ে আনা হয়। তবে মস্কো এই দাবি অস্বীকার করেছে। বিবিসি।

রাষ্ট্রীয় টেলিভিশনে বক্তৃতায় রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পাত্রুশেভ নিশ্চিত করেছেন যে মস্কো বিমানটিকে খুঁজে বের করার চেষ্টা করছে।

‘আমি জানি না আমরা এটি পুনরুদ্ধার করতে সক্ষম হব কিনা। তবে এটি করতে হবে,’ পাত্রুশেভ বলেছিলেন।

তিনি আরও বলেন, ‘কৃষ্ণ সাগরে ড্রোনের উপস্থিতি নিশ্চিত করে যে মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি যুদ্ধে জড়িত।’

ওয়াশিংটনের ঊর্ধ্বতন কর্মকর্তা জন কিরবি বলেছেন, যুক্তরাষ্ট্রও বিমানটির সন্ধান করছে। তবে উদ্বেগজনক যে রাশিয়া যদি এটিতে তাদের পরাজিত করে তবে উপযোগী গোয়েন্দা ব্যবস্থা কাজে লাগানোর ক্ষমতা মারাত্মতভাবে হ্রাস পাবে।

সেই বার্তাটি আমেরিকার শীর্ষ সামরিক কর্মকর্তা জেনারেল মার্ক মিলি পুনর্ব্যক্ত করেছেন।

তিনি বলেন, ড্রোনটি পুনরুদ্ধার করা চ্যালেঞ্জিং হবে। যেখানে এটি বিধ্বস্ত হয়েছে সেটি ৪০০০ ফুট থেকে ৫০০০ ফুট (১২০০ মিটার থেকে ১৫০০ মিটার) গভীরতার মধ্যে রয়েছে।

মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, মঙ্গলবার সকালে ড্রোন বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ঘটে এবং ৩০-৪০ মিনিট সংঘর্ষ চলে।

এক বিবৃতিতে যুক্তরাষ্ট্র বলেছে, সংঘর্ষের আগে রাশিয়ার জেট বিমানগুলো বেশ কয়েকবার ড্রোনের ওপর জ্বালানি ফেলেছে।

পেন্টাগনের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের বলেন, ড্রোনটি ওড়ার অযোগ্য এবং অনিয়ন্ত্রিত হয়ে পড়ে। সংঘর্ষে রাশিয়ার বিমানেরও ক্ষতি হতে পারে।

রাশিয়া তাদের দুটি এসইউ-২৭ যুদ্ধবিমানের মার্কিন ড্রোনের সঙ্গে সংঘর্ষের কথা অস্বীকার করেছে।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ড্রোনটি তীক্ষ্ণ কৌশল নেয়ার পরে বিধ্বস্ত হয়েছে এবং এটি তার ট্রান্সপন্ডার (যোগাযোগ ডিভাইস) বন্ধ করে উড়ছিল।

মার্কিন প্রতিরক্ষা সচিব, লয়েড অস্টিন নিশ্চিত করেছেন যে তিনি ড্রোনটি ভূপাতিত করার পরদিন তার রাশিয়ান প্রতিপক্ষ সের্গেই শোইগুর সঙ্গে কথা বলেছেন।

ফোনকলের পরে প্রকাশিত এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, শোইগু এ ঘটনার জন্য ‘রাশিয়ান ফেডারেশনের স্বার্থের বিরুদ্ধে বর্ধিত পুনরুদ্ধার কার্যক্রম’ কে দায়ী করেছেন। বিবৃতিতে ক্রিমিয়ার উপকূলে মার্কিন ড্রোন ফ্লাইটকে উসকানিমূলক বলেও অভিহিত করা হয়।

আজকের বাংলা তারিখ

December ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Nov    
১০১১১২১৩১৪
১৫১৬১৭১৮১৯২০২১
২২২৩২৪২৫২৬২৭২৮
২৯৩০৩১  


Our Like Page