অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেছেন, মাদুরোকে ক্ষমতাচ্যুত করতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান দুই দেশের সম্পর্কের ওপর এক গভীর কলঙ্কের ছাপ ফেলেছে। তবে একই সঙ্গে তিনি ওয়াশিংটনের কাছে তেল বিক্রির পরিকল্পনার পক্ষে সাফাই গেয়েছেন। কারাকাস থেকে বার্তাসংস্থা এএফপি খবর জানায়।
কারাকাসে বুধবার দেওয়া এক বক্তব্যে রদ্রিগেজ বলেন, ‘আমাদের ইতিহাসে এমন দাগ আগে কখনো পড়েনি।’ তিনি বলেন, যুক্তরাষ্ট্রের ওই হামলা ভেনেজুয়েলা-যুক্তরাষ্ট্র সম্পর্ককে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
তবে তিনি আরো বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য করা এখন ‘অস্বাভাবিক বা অনিয়মিত কিছু নয়।’ রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি পিডিভিএসএ যুক্তরাষ্ট্রের কাছে অপরিশোধিত তেল বিক্রির বিষয়ে আলোচনা চালাচ্ছে—এমন ঘোষণার পর তিনি এ মন্তব্য করেন।