অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চাকরির জন্য এক ব্যক্তির মাধ্যমে প্লাস্টিক ব্যবসায়ী নজরুল ইসলামের সঙ্গে পরিচয় হয় সাবিনা আক্তারের। এক পর্যায়ে দুজন জড়িয়ে পড়েন অনৈতিক সম্পর্কে। কিন্তু এক মাসেও চাকরি না দেওয়ায় ও বিয়ে করা নিয়ে দুজনের মধ্যে বাক-বিতণ্ডার জেরে পুরুষাঙ্গ কেটে নজরুলকে হত্যা করেন সাবিনা।
রাজধানীর চকবাজারের পোস্ত এলাকায় চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারী সাবিনাকে গ্রেপ্তার করেছে চকবাজার মডেল থানা পুলিশ। নজরুল পোস্তা এলাকায় প্লাস্টিক ব্যবসায়ী ছিলেন।
গত শনিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৫টায় যশোরের বাঘারপাড়ার মির্জাপুর মধ্যপাড়া এলাকায় অভিযান চালিয়ে সাবিনাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে নিহত নজরুলের ব্যবহৃত দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আজ রোববার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিএমপির লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) মোহাম্মদ জসীম উদ্দিন।
তিনি বলেন, গত বুধবার (৪ ডিসেম্বর) রাজধানীর চকবাজারের পোস্তা এলাকার আরনডি রোডের একটি ফ্ল্যাট থেকে হাত, পা, মুখ বাঁধা ও পুরুষাঙ্গ কাটা অবস্থায় নজরুলের মরদেহ উদ্ধার করে চকবাজার মডেল থানা পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ফুলদানির ভাঙা অংশ, ধারালো চাকু ও অন্যান্য আলামত জব্দ করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ওইদিনই চকবাজার মডেল থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন নিহতের বড় ভাই মো. তহিদুল ইসলাম তাপস।
তিনি আরও জানান, পরে ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ ও গোয়েন্দা তথ্য বিশ্লেষণ করে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সাবিনাকে শনাক্ত ও গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার সাবিনা জিজ্ঞাসাবাদে নজরুলকে হত্যার কথা স্বীকার করেছেন।
হত্যাকাণ্ডের বর্ণনা দিয়ে জসীম উদ্দিন জানান: ঘটনার প্রায় এক মাস আগে এক ব্যক্তির মাধ্যমে চাকরির জন্য ভুক্তভোগী নজরুলের সঙ্গে সাবিনার পরিচয় হয়। এক পর্যায়ে তারা অনৈতিক সম্পর্কে জড়িয়ে পড়েন। স্ত্রী-সন্তান বাসায় না থাকায় ভুক্তভোগী নজরুল সাবিনাকে গত ২ ডিসেম্বর রাতে বাসায় ডেকে নেন। সাবিনা নজরুলের বাসায় রাতে অবস্থান করেন। এ সময় চাকরি ও বিয়ে নিয়ে তাদের মধ্যে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে সাবিনা প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ভোর ৫টার দিকে নজরুলকে শিল পাটার শিল দিয়ে মাথা ও মুখে আঘাত করেন এবং মুখে বালিশচাপা দেন। এর ফলে নজরুল জ্ঞান হারিয়ে নিস্তেজ হয়ে পড়েন। এরপর নজরুলের হাত, পা ও মুখ বেঁধে ধারালো চাকু দিয়ে তার পুরুষাঙ্গ কেটে আলাদা করে নির্মমভাবে হত্যা করেন।
তিনি আরও জানান, গ্রেপ্তার সাবিনার দেওয়া তথ্য মতে পুলিশ ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত শিল পাটার রক্তমাখা শিল ও ঘটনার দিন তার পরিহিত বোরকা উদ্ধার করেছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply