ইরান ও ওমানের পররাষ্ট্রমন্ত্রীদের টেলিফোনালাপ
অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ওমান ও কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীদের সাথে টেলিফোনালাপে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন।
বার্তাসংস্থা ইরনা জানিয়েছে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি ওমানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ বদর বিন হামাদ আল বুসাইদির সাথে ফোনালাপে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয়ে মাস্কাটের সাথে সহযোগিতা বিস্তার এবং ঘনিষ্ঠ যোগাযোগ গড়ে তোলার জন্য তেহরানের প্রস্তুতির কথা জানান।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী পশ্চিম এশীয় অঞ্চলে ক্রমবর্ধমান সংকটের দিকে ইঙ্গিত করে বলেন, সৌভাগ্যবশত তেহরান-মাস্কাট সম্পর্ক সব মাত্রায় সম্প্রসারিত হচ্ছে এবং আঞ্চলিক সমস্যাসহ বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের মধ্যে আলোচনা ও সহযোগিতা অব্যাহত রয়েছে যা অভিন্ন স্বার্থ রক্ষার পাশাপাশি বিদ্যমান সমস্যাগুলো সমাধানে ভূমিকা রাখবে।
এই টেলিফোন সংলাপে ওমানের পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে সম্পর্ক সম্প্রসারণে তার দেশের সুলতানের বিশেষ আগ্রহের কথা উল্লেখ করে ইরান ও ওমানের মধ্যে সম্পাদিত বিভিন্ন চুক্তি বাস্তবায়নে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার ইচ্ছে ব্যক্ত করেছেন।
এ ছাড়া, ইরানের পররাষ্ট্রমন্ত্রী কুয়েতের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ আলি এলাহিয়ার সাথেও টেলিফোনালাপে বলেছেন, তেহরান কুয়েতের সঙ্গে সব মাত্রায় সম্পর্ক সম্প্রসারণকে স্বাগত জানায়।
আব্বাস আরাকচি পশ্চিম এশীয় অঞ্চলের জটিল পরিস্থিতির কথা উল্লেখ করে ইরান ও কুয়েতের মধ্যে রাজনৈতিক আলোচনা অব্যাহত রাখাকে অত্যন্ত জরুরি ও গঠনমূলক বলে অভিহিত করেছেন। একইভাবে কুয়েতের পররাষ্ট্রমন্ত্রীও ইরানের সাথে রাজনৈতিক সংলাপের গুরুত্ব তুলে ধরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ায় আব্বাস আরাকচিকে অভিনন্দন জানিয়ে তার সাফল্য কামনা করেন।
Leave a Reply