অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ী পাংশায় পাওনা টাকা না পেয়ে শ্বশুরকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে দাউদ মন্ডল নামে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে উপজেলার যশাই ইউনিয়নের সমসপুর গ্রামে এই ঘটনা ঘটে ।
নির্যাতনের শিকার ওই ব্যক্তির নাম সাইদুল প্রামানিক। সে একই এলাকার বাসিন্দা।
অন্যদিকে আটকরা হলো- মো. দাউদ মন্ডল, তার ভাই মো. নাজমুল মন্ডল এবং তাদের বাবা মো. মিজান মন্ডল।
স্থানীয়রা জানান, জামাই-শ্বশুরের বাড়ি একই গ্রামে। জমি লিজ দেওয়ার কথা বলে মেয়ের জামাই দাউদ মন্ডলের কাছ থেকে এক লাখ টাকা নিয়েছিলেন শ্বশুর সাইদুল প্রামানিক। পরে জমি দিতে না পারায় সাইদুল প্রামানিকের কাছে টাকা ফেরত চান দাউদ মন্ডল। ওই সময় এক মাসের সময় নেন সাইদুল প্রামানিক। কিন্তু ছয় বছরেও টাকা ফেরত দেননি তিনি। এনিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা কয়েকবার বিচার সালিস করেছেন, তবুও বিষয়টি সুরাহা হয়নি।
পাওনা টাকা না পেয়ে সবশেষ বৃহস্পতিবার সাইদুল প্রামানিককে ধরে নিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখেন দাউদ মন্ডল। এ সময় তাকে মারধর করা হয়।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহউদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে সাইদুল প্রামানিককে উদ্ধার করা হয়েছে। সেই সঙ্গে এ ঘটনায় জড়িত থাকায় দাউদ মন্ডলসহ তিনজনকে আটক করেছে পুলিশ। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।