অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজবাড়ীর কালুখালী উপজেলার রতনদিয়ায় ওয়াজ মাহফিল থেকে ডেকে নিয়ে ফ্লেক্সিলোড ব্যবসায়ী শরিফ খান (৪০) কে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহত শরিফ খান কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের ধানবাড়িয়া গ্রামের মৃত হাকিম খানের ছেলে।
বুধবার (২১ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার রতনদিয়া ইউনিয়নের রূপসা স্লুইচগেট বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনরা জানান, শরীফ রাত ৮টার দিকে দোকান বন্ধ করে বাড়ি এসে ছেলেকে নিয়ে রূপসা স্লুইসগেইট বাজারের পাশে গায়েবি মসজিদে ওয়াজ মাহফিলে যায়। মাহফিলে ছেলের পাশ থেকে শরীফকে ডেকে নিয়ে যায় চা দোকানি তরিকুল ইসলাম। এর কিছুক্ষণ পরই বাজারের জাদুর সেলুনের দোকানের সামনে থেকে ক্ষতবিক্ষত লাশ পাওয়া যায়। পরে বাজার এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার করে।
রাজবাড়ীর পুলিশ সুপার জিএম আবুল কালাম আজাদ জানান, এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জনকে আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন ও অপরাধীদের গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।