অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীর চারঘাটে একটি স্কুলের পরিচালনা কমিটির সভাপতি হওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষে ১০ জন আহতের খবর পাওয়া গেছে।
সোমবার (২৭ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার সরদহ ইউনিয়নের পাটিয়াকান্দী উচ্চ বিদ্যালয়ে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
বর্তমানে ওই এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। সংঘর্ষে আহতদের মধ্যে অনেকেই চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
আহতদের মধ্যে ৬ জনের নাম গেছে। তারা হলেন- জাহাঙ্গীর হোসেন (৪৫), শাজাহান আলী মন্ডল (৫৫), তার ছেলে সেলিম রেজা (২৫) ও আমানউল্লাহ (৫৫), কাজী আহম্মেদ (৫৫), শাবু সরদার।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে পাটিয়াকান্দী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হওয়াকে কেন্দ্র করে জেলা বিএনপির নেতা আবু সাঈদ চাঁদের সমর্থক হিসেবে পরিচিত জাহাঙ্গীর হোসেনের সঙ্গে বিএনপির অপর নেতা আনোয়ার হোসেন উজ্জলের সমর্থক কাজী আহম্মেদের বিরোধ চলে আসছিল। এরই মধ্যে সম্প্রতি ওই স্কুলের প্রধান শিক্ষক একেএম জাকারিয়া হোসেনকে বিদ্যালয় থেকে বের করে দেওয়া এবং স্কুলের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেওয়ার ঘটনা ঘটে।
এ ঘটনার জের ধরে সোমবার ১১টার দিকে কাজী গ্রুপের নেতৃত্বে একটি পক্ষ প্রধান শিক্ষক একেএম জাকারিয়া হোসেনকে নিয়ে স্কুলে প্রবেশের চেষ্টা করেন। এ ঘটনা জানতে পেরে বিএনপি সমর্থিত অন্য পক্ষটি বাধা দেয়। এক পর্যায়ে তাদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
এ বিষয়ে জনতে প্রধান শিক্ষক একে এম জাকারিয়া হোসেনের সঙ্গে যোগোযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেন নি।
চারঘাট মডেল থানার অফিসার ইনচার্জ আফজাল হোসেন বলেন, স্কুলের সভাপতি হওয়াকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। সোমবার প্রধান শিক্ষক বিদ্যালয়ে গেলে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।
Leave a Reply