তেহরানে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূতকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব
অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ভিয়েনায় অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরানের রাষ্ট্রদূতকে তলব করার পর তেহরানে নিযুক্ত অস্ট্রিয়ার রাষ্ট্রদূতকেও তলব করলো ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপের মহাপরিচালক তেহরানে অস্ট্রিয়ার রাষ্ট্রদূত উলফ ডিট্রিচ হেইমকে তলব করেছেন। তাকে ডেকে বলা হয়েছে: লেবাননের হিজবুল্লাহ একটি স্বাধীনতা ও মুক্তিকামী আন্দোলন। একইসঙ্গে হিজবুল্লাহ দখলদারিত্ব বিরোধী একটি প্রতিরোধ আন্দোলন। লেবাননের রাজনৈতিক কাঠামোতে হিজবুল্লাহর সক্রিয় ও কার্যকর ভূমিকা রয়েছে। এমনকি লেবাননের সরকার ও সংসদেও তাদের আনুষ্ঠানিক উপস্থিতি রয়েছে। পার্সটুডে আরও জানায়, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পশ্চিম ইউরোপের মহাপরিচালক অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন: এই প্রশ্নবিদ্ধ পদক্ষেপটি এ অঞ্চলের বাস্তবতা এবং উভয় দেশের মধ্যে সম্পর্কের পরিপন্থী।
ভিয়েনায় ইরানের রাষ্ট্রদূত ‘আব্বাস বাকেরিপুর’ তাঁর এক্স অ্যাকাউন্টের আইডি-তে লেবাননের হিজবুল্লাহর পতাকা ব্যবহার করার অজুহাতে অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে তাঁকে তলব করা হয়।
অস্ট্রিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের অজুহাতকামী বিবৃতিতে বলা হয়েছে, তাদের দেশে হিজবুল্লাহর প্রতীক ব্যবহার করা নিষিদ্ধ।
Leave a Reply