অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা। এবারের পরীক্ষায় মোট অংশ নিচ্ছে ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। ১১টি শিক্ষা বোর্ডের অধীনে ২৯ হাজার ৭৯৮ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মোট ৩ হাজার ৮১০টি কেন্দ্রে এবারের পরীক্ষায় অংশ নিচ্ছে।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৭৯ হাজার ৮৭০ জন এবং ছাত্রী ৮ লাখ ৬৯ হাজার ৪০৫ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৫ হাজার ১২১ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪৩ হাজার ৯৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৫১ হাজার ১২৮ জন। কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অংশ নিচ্ছে ১ লাখ ২৭ হাজার ৭৬৭ জন। এর মধ্যে ৯৭ হাজার ৩৩৪ জন ছাত্র এবং ৩০ হাজার ৪৩৩ জন ছাত্রী।
২০২২ সালের তুলনায় ২০২৩ সালে পরীক্ষার্থী বৃদ্ধি পেয়েছে ৫০ হাজার ২৯৫ জন। এর মধ্যে ছাত্রী বেড়েছে ৩৮ হাজার ৬০৯ জন। এছাড়া মোট প্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি।
সকাল ১০ টায় পরীক্ষায় অংশ নিতে রাজধানী ঢাকার বিভিন্ন কেন্দ্রে আসে পরীক্ষার্থীরা। সঙ্গে ছিলেন তাদের অভিভাবকরাও। এসময়ে ঢাকার বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের অংশ হিসেবে রাজধানীর বাড্ডা হাই স্কুল কেন্দ্র পরিদর্শনে আসেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তিনি সাংবাদিকদের বলেন, এবার প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সুযোগ নেই, তবে কেউ গুজব রটাতে পারে। কেউ গুজব রটালে সে যদি ধরা পড়ে তাহলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীরা যেন সুন্দর পরিবেশে পরীক্ষা দিতে পারে সেই লক্ষ্যে সার্বিক প্রস্তুতি নিয়েই কাজ চলছে। আর অভিভাবকদের উদ্দেশ্যে শিক্ষামন্ত্রী বলেন, সন্তানকে পরীক্ষা কেন্দ্রিক অনৈতিক কোনো কিছুতে উদ্বুদ্ধ করবেন না। শিক্ষার্থীকে মানসিকভাবে চাপমুক্ত রাখারও পরামর্শ দেন তিনি।
এসময়ে বেশ কয়েকজন অভিভাবক বলছেন, প্রতিযোগিতামূলক পড়াশুনা নিয়ে তারা উদ্বিগ্ন, কিন্তু পারিপার্শ্বিক অবস্থা বিবেচনায় এখন শিক্ষার্থীদের জিপিএ ফাইভ পাওয়ার চাপমুক্ত রেখে পড়াশুনা করতে দিতে চান তারা। এজন্য সামাজিক ভাবে অভিভাবকদের মানসিকতার পরিবর্তন দরকার বলেও মনে করেন তারা। আর শিক্ষকরা বলছেন, শ্রেনী কক্ষের পাঠদান আর দীর্ঘ ১০ বছরের প্রাপ্ত শিক্ষা পরবর্তি জীবনে কাজে লাগবে শিক্ষার্থীদের। শুধু জিপিএ ৫ এর পেছনে না দৌড়ে ভাল শিক্ষায় উদ্বুদ্ধ হতে হবে শিক্ষার্থীদের।
Leave a Reply