অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সংকটময় পরিস্থিতিতেও গাজায় যুদ্ধবিরতির আহ্বানে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবে আবারও ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবটিতে যুদ্ধবিরতি, মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির বিষয়টি অন্তর্ভুক্ত ছিল।
আজ (১৯ সেপ্টেম্বর) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে আল জাজিরা জানিয়েছে, জাতিসংঘে অনুষ্ঠিত এই ভোটাভুটিতে যুক্তরাষ্ট্র একমাত্র দেশ হিসেবে ভেটো প্রয়োগ করে। এই ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে আবারও সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র। মানবিক সংকট ঘনীভূত হওয়া সত্ত্বেও যুদ্ধবিরতির বিরুদ্ধে অবস্থান নেওয়াকে অনেকেই ফিলিস্তিনিদের প্রতি বৈষম্যমূলক ও অমানবিক সিদ্ধান্ত হিসেবে দেখছে।
যুদ্ধবিরতির আহ্বানে নিরাপত্তা পরিষদে আনা সর্বশেষ প্রস্তাবটি পেশ করেছিল আলজেরিয়া। এতে গাজায় যুদ্ধবিরতি, মানবিক সহায়তার প্রবেশাধিকার এবং হামাসের হাতে আটক জিম্মিদের মুক্তির আহ্বান জানানো হয়। অধিকাংশ সদস্য রাষ্ট্র প্রস্তাবটির পক্ষে ভোট দিলেও যুক্তরাষ্ট্র ভেটো প্রয়োগ করে তা বাতিল করে দেয়।
এদিকে, ইসরায়েলি বাহিনী গাজার উত্তর-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব দিক থেকে একযোগে অগ্রসর হয়ে শহরের কেন্দ্রস্থলের দিকে এগিয়ে যাচ্ছে। এর ফলে হাজারো মানুষ পশ্চিমের উপকূলীয় রাস্তাগুলোর দিকে পালাচ্ছেন। স্থানীয়রা জানান, তারা কার্যত ‘স্যান্ডউইচ’-এর মতো মাঝখানে আটকা পড়ে গেছেন।