January 29, 2026, 10:20 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌনে ১২ হাজার শিক্ষক নিয়োগের সুপারিশ চাচাকে বাবা বানিয়ে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নেওয়া সিনিয়র সহকারী সচিব কারাগারে চুয়াডাঙ্গায় এক মঞ্চে উপস্থিত হয়ে ‘অঙ্গীকারনামায়’ স্বাক্ষর করলেন সব প্রার্থী
এইমাত্রপাওয়াঃ

সিলেটে পিআইবি’র নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক প্রেস ইনস্টিটিউট বাংলাদেশের (পিআইবি) উদ্যোগে সিলেটে দু’দিনব্যাপী নির্বাচনকালীন সাংবাদিকতা প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।

দেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সিলেটের ৫০ জন সাংবাদিকের অংশগ্রহণে আয়োজিত এই প্রশিক্ষণ রোববার বিকেলে শেষ হয়েছে।

প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো. সারওয়ার আলম। তিনি বলেন, পড়াশোনা ও জানার বিকল্প নেই। প্রশিক্ষণের মাধ্যমে নতুন নতুন বিষয়ে জানা যায়। তাই জ্ঞানের আলোচনা বা প্রশিক্ষণে অংশ নিলে তা সবসময় কাজে লাগে।

সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস-উন-নূরের সভাপতিত্বে সিলেট প্রেসক্লাবের আমীনূর রশীদ চৌধুরী মিলনায়তনের অনুষ্ঠানে জেলা প্রশাসক আরও বলেন, নির্বাচনে সাংবাদিকদের বড় ভূমিকা থাকে। সাংবাদিক ও প্রশাসন কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সুষ্ঠু নির্বাচন উপহার দেয়া সম্ভব।

গণভোটের ব্যাপারে সাধারণ মানুষদের সচেতন করার আহ্বান জানিয়ে তিনি বলেন, গণভোট বিষয়ক প্রচারের ক্ষেত্রে সাংবাদিকরা সবচেয়ে বেশি ভূমিকা পালন করতে পারেন। তাদের লেখনীর মাধ্যমে মানুষ গণভোট সম্পর্কে বিস্তারিত জেনে হ্যাঁ বা না ভোট দিতে পারবে।

প্রশিক্ষণ সমন্বয়কারী পিআইবির সিনিয়র প্রশিক্ষক মো. শাহ আলমের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন দৈনিক আমার দেশ পত্রিকার উপসম্পাদক সুলতান মাহমুদ এবং সিলেট মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক খালেদ আহমদ।

 

আজকের বাংলা তারিখ



Our Like Page