January 31, 2026, 8:12 am
শিরোনামঃ
ভোলায় বিএনপি-জামায়াতের সংঘর্ষে ১৫ জন আহত বাংলাদেশে সোনার দাম ভরিতে কমলো ১৫ হাজার ৭৪৬ টাকা নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের ৫ যাত্রী নিহত শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় মামলা, আসামি ৭৩৪ আগামী জুলাইয়ের মধ্যেই জাতিসংঘের তহবিল শূন্য হওয়ার আশঙ্কা যুদ্ধ ও সংলাপ উভয়ের জন্য প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমারে নির্বাচনকালে জান্তার হামলায় অন্তত ১৭০ বেসামরিক নিহত : জাতিসংঘ ভেনেজুয়েলায় রাজনৈতিক সহিংসতার বিষয়ে সাধারণ ক্ষমার প্রস্তাব দিলেন অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ২০০ বছরের ইতিহাসে রাশিয়ায় ৯২ সেন্টিমিটার পর্যন্ত গভীর তুষারপাত ইসরায়েলি দূতকে অবাঞ্ছিত ঘোষণা করলো দক্ষিণ আফ্রিকা সরকার
এইমাত্রপাওয়াঃ

১৭ বছর ধরে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে হাসি ফোটানোর লক্ষ্যে প্রতি বছরের মতো এবারও শতাধিক শিশুর জন্য ঈদ আনন্দ উৎসবের আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্লাওয়ার্স বাংলাদেশ।

১৭ বছর ধরে ধারাবাহিকভাবে আয়োজিত এ উৎসবে শিশুরা পায় নতুন জামা, সেমাই, চিনি, পোলার চাল, টুথপেস্ট, ব্রাশ, সাবান, নেইল কাটার, মেহেদী ও বিভিন্ন ধরনের চকলেট।

ঈদের আনন্দ সবার জন্য ছড়িয়ে দেয়ার প্রত্যয়ে ফ্লাওয়ার্স বাংলাদেশের এই উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। সংগঠনের সদস্যরা নিজেদের ঈদের খরচের একটি অংশ বাঁচিয়ে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই আয়োজন করেন বলে জানান ফ্লাওয়ার্স বাংলাদেশের প্রতিষ্ঠাতা মাহমুদ খান বিজু।

তিনি বলেন, ‘আমাদের ছোট্ট বন্ধুরা যেন ঈদের আনন্দ থেকে বঞ্চিত না হয়, সে জন্য আমরা দীর্ঘদিন ধরে এই আয়োজন করে আসছি। প্রতিটি শিশুর মুখে হাসি দেখাই আমাদের মূল প্রেরণা।’

ফ্লাওয়ার্স বাংলাদেশ শুধু ঈদ আয়োজনেই সীমাবদ্ধ নয়। সংগঠনটি শিক্ষাবৃত্তি প্রদান, ব্লাড ক্যাম্প আয়োজন, কর্মসংস্থান তৈরি, মাদকবিরোধী জনসচেতনতা এবং দরিদ্র শিক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণসহ নানাবিধ সামাজিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছে।

সুবিধাবঞ্চিত শিশুদের জন্য এই ঈদ আয়োজনকে মানবতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে দেখছেন স্থানীয়রা। তারা মনে করেন, এমন উদ্যোগ সমাজের আরও সংগঠনকে উৎসাহিত করবে।

ফ্লাওয়ার্স বাংলাদেশের এই মানবিক উদ্যোগ যেন আরও বিস্তৃত হয় এবং সমাজের প্রতিটি শিশুর জীবন আনন্দে ভরে ওঠে—এমন প্রত্যাশা সকলের।

আজকের বাংলা তারিখ



Our Like Page