October 23, 2025, 6:47 pm
শিরোনামঃ
ভোট হবে ব্যালটে-ইভিএম বাতিল-ফিরল ‘না ভোট’ ; প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক দেশজুড়ে ভূমি অফিসের নিরাপত্তা জোরদারের নির্দেশ বাংলাদেশ থেকে কাঁঠাল ও পেয়ারা আমদানিতে আগ্রহী চীন দেশে ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ৮০৩ অবাক কাণ্ড ঘটিয়ে কিশোরগঞ্জের সাবেক বিএনপি নেতা যোগ দিলেন আওয়ামী লীগে ব্রাহ্মণবাড়িয়ায় রাতে টর্চ লাইট জ্বালিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে ৩০ জন আহত ফেসবুকে পরিচয় ; বন্ধুত্বের টানে নাটোরে মার্কিন ব্যবসায়ী তেরি পারসন গাজায় মানবিক সহায়তা বাড়াতে ইসরাইলকে জাতিসংঘ আদালতের নির্দেশ শত্রুর হামলা থেকে বাঁচতে নতুন প্রতিরক্ষা ব্যবস্থা পরীক্ষা করল উত্তর কোরিয়া এআই বিভাগে ৬০০ কর্মী ছাঁটাই করছে ফেসবুক-এর মালিকানা প্রতিষ্ঠান মেটা
এইমাত্রপাওয়াঃ

২২ দিনের নিষেধাজ্ঞা শেষে পদ্মা-মেঘনায় ইলিশ ধরায় ব্যস্ত জেলেরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : নিষেধাজ্ঞা শেষে ফের ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। শুক্রবার (৩ নভেম্বর) সকাল থেকে পদ্মা নদীর নড়িয়া-জাজিরা ও মেঘনা নদীর সখিপুর অংশে জেলেদের ইলিশ শিকার করতে দেখা গেছে।

জেলা মৎস্য অফিস সূত্র জানায়, টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে নদীতে মাছ ধরা শুরু হয়েছে। গত ১১ অক্টোবর মধ্যরাত থেকে ২ নভেম্বর পর্যন্ত নিষেধাজ্ঞায় ৩১১টি অভিযান পরিচালনা করে মৎস্য বিভাগ। এসময় ১২১টি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৪২০ মামলায় ৩১১ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়। অভিযানকালে চার লাখ ৭৬২ টাকা জরিমানা, ৫৯ লাখ ৯৪৩ মিটার জাল জব্দ ও দুই লাখ ৯৫২ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়।

সখিপুর এলাকার জেলে সাইফুল মোল্লা বলেন, ইলিশের প্রজনন মৌসুমে নদীতে মাছ শিকারে নামি না। তবে এ মৌসুমে স্থানীয় কিছু প্রভাবশালী দূর থেকে জেলে ভাড়া করে মাছ ধরে। তারা রাতের আঁধারে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে মাছ ধরে থাকে। তাদের জন্যই ইলিশ হুমকির মুখে। নিষেধাজ্ঞা শেষ হওয়ায় মাছ ধরতে নেমেছি। তবে নদীতে তেমন মাছ নেই।

নড়িয়া সুরেশ্বর এলাকার আরেক জেলে মোখলেস ফকির বলেন, নিষেধাজ্ঞার সময় নদীতে অনেক মাছ আসে। কিন্তু প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ভাড়াটে জেলেরা মাছ ধরে ফেলে। এ ব্যাপারে প্রশাসন যদি আরেকটু কঠোর হতো তাহলে সারাবছর নদীতে নামলে কিছু মাছ পাওয়া যেতো।

এ বিষয়ে শরীতপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. আমিনুল হক বলেন, নিষেধাজ্ঞা শেষে জেলেরা নদীতে মাছ ধরতে পারছেন। নিষেধাজ্ঞার সময় আমাদের মৎস্য অফিস ও প্রশাসনের সহযোগিতায় নিয়মিত অভিযান পরিচালন হয়। ফলে মা ইলিশ নদীতে আসতে পারছে ও মৎস্য সংরক্ষণ অভিযান সফল হয়েছে।

আজকের বাংলা তারিখ

October ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  


Our Like Page