May 7, 2025, 7:52 am
শিরোনামঃ
ঝিনাইদহে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী পালনের প্রস্তুতি সভা বাতিল হচ্ছে সাইবার সিকিউরিটি আইনের ৯ টি ধারা ও ৯০ শতাংশ মামলা : আইন উপদেষ্টা প্রতিটি ভবন হতে হবে নিরাপদ-পরিবেশবান্ধব-দুর্যোগ সহনশীল : গণপূর্ত উপদেষ্টা উন্নয়নের নামে পরিবেশ ধ্বংসকে প্রশ্রয় দেওয়া উচিত নয় : পরিবেশ উপদেষ্টা ঈদুল আজহায় ১০ দিন ছুটি ঘোষণা কুষ্টিয়ার পদ্মা নদীর ৪ কি.মি. এলাকাজুড়ে ভাঙন বগুড়ায় হিরো আলমের বিরুদ্ধে ধর্ষণ মামলা খুলনার সুন্দরবনে বিপুল অস্ত্র-গোলাবারুদসহ ২ বনদস্যু আটক ৫৪ বছর পর ভারতে আবারো নিরাপত্তা মহড়া একদিনে ৪ দেশে হামলা করেছে ইসরায়েল
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

৭৪) সূরা আল মুদ্দাসসির – (মক্কায় অবতীর্ণ –আয়াত- ৫৬) (নিচের লিঙ্কে ক্লিক করে ৩০ পারা কোরআন শরীফ তেলাওয়াত শুনুন)

 শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময়, অতি দয়ালু। (১ হে চাদরাবৃত! (২ উঠুন, সতর্ক করুন, (৩ আপন পালনকর্তার মাহাত্ম্য ঘোষনা করুন, (৪ আপন পোশাক পবিত্র করুন (৫ এবং অপবিত্রতা থেকে দূরে থাকুন। (৬ অধিক প্রতিদানের আশায় অন্যকে কিছু দিবেন না। (৭ এবং আপনার পালনকর্তার উদ্দেশে সবর করুন। (৮ যেদিন শিংগায় ফুঁক দেয়া হবে; (৯ সেদিন হবে কঠিন দিন, (১০ কাফেরদের জন্যে এটা সহজ নয়। (১১ যাকে আমি অনন্য করে সৃষ্টি করেছি, তাকে আমার হাতে ছেড়ে দিন। (১২ আমি তাকে বিপুল ধন-সম্পদ দিয়েছি। (১৩ এবং সদা সংগী পুত্রবর্গ দিয়েছি, (১৪ এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি। (১৫ এরপরও সে আশা করে যে, আমি তাকে আরও বেশী দেই। (১৬ কখনই নয়! সে আমার নিদর্শনসমূহের বিরুদ্ধাচরণকারী। (১৭ আমি সত্ত্বরই তাকে শাস্তির পাহাড়ে আরোহণ করাব। (১৮ সে চিন্তা করেছে এবং মনঃস্থির করেছে, (১৯ ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে! (২০ আবার ধ্বংস হোক সে, কিরূপে সে মনঃস্থির করেছে! (২১ সে আবার দৃষ্টিপাত করেছে, (২২ অতঃপর সে ভ্রূকুঞ্চিত করেছে ও মুখ বিকৃত করেছে, (২৩ অতঃপর পৃষ্ঠপ্রদশন করেছে ও অহংকার করেছে। (২৪ এরপর বলেছেঃ এতো লোক পরস্পরায় প্রাপ্ত জাদু বৈ নয়, (২৫ এতো মানুষের উক্তি বৈ নয়। (২৬ আমি তাকে দাখিল করব অগ্নিতে। (২৭ আপনি কি বুঝলেন অগ্নি কি? (২৮ এটা অক্ষত রাখবে না এবং ছাড়বেও না। (২৯ মানুষকে দগ্ধ করবে। (৩০ এর উপর নিয়োজিত আছে উনিশ (ফেরেশতা)। (৩১ আমি জাহান্নামের তত্ত্বাবধায়ক ফেরেশতাই রেখেছি। আমি কাফেরদেরকে পরীক্ষা করার জন্যেই তার এই সংখ্যা করেছি-যাতে কিতাবীরা দৃঢ়বিশ্বাসী হয়, মুমিনদের ঈমান বৃদ্ধি পায় এবং কিতাবীরা ও মুমিনগণ সন্দেহ পোষণ না করে এবং যাতে যাদের অন্তরে রোগ আছে, তারা এবং কাফেররা বলে যে, আল্লাহ এর দ্বারা কি বোঝাতে চেয়েছেন। এমনিভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা সৎপথে চালান। আপনার পালনকর্তার বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন এটা তো মানুষের জন্যে উপদেশ বৈ নয়। (৩২ কখনই নয়। চন্দ্রের শপথ, (৩৩ শপথ রাত্রির যখন তার অবসান হয়, (৩৪ শপথ প্রভাতকালের যখন তা আলোকোদ্ভাসিত হয়, (৩৫ নিশ্চয় জাহান্নাম গুরুতর বিপদসমূহের অন্যতম, (৩৬ মানুষের জন্যে সতর্ককারী। (৩৭ তোমাদের মধ্যে যে সামনে অগ্রসর হয় অথবা পশ্চাতে থাকে। (৩৮ প্রত্যেক ব্যক্তি তার কৃতকর্মের জন্য দায়ী; (৩৯ কিন্তু ডানদিকস্থরা, (৪০ তারা থাকবে জান্নাতে এবং পরস্পরে জিজ্ঞাসাবাদ করবে। (৪১ অপরাধীদের সম্পর্কে (৪২ বলবেঃ তোমাদেরকে কিসে জাহান্নামে নীত করেছে? (৪৩ তারা বলবেঃ আমরা নামায পড়তাম না, (৪৪ অভাবগ্রস্তকে আহার্য্য দিতাম না, (৪৫ আমরা সমালোচকদের সাথে সমালোচনা করতাম। (৪৬ এবং আমরা প্রতিফল দিবসকে অস্বীকার করতাম। (৪৭ আমাদের মৃত্যু পর্যন্ত। (৪৮ অতএব, সুপারিশকারীদের সুপারিশ তাদের কোন উপকারে আসবে না। (৪৯ তাদের কি হল যে, তারা উপদেশ থেকে মুখ ফিরিয়ে নেয়? (৫০ যেন তারা ইতস্ততঃ বিক্ষিপ্ত গর্দভ। (৫১ হট্টগোলের কারণে পলায়নপর। (৫২ বরং তাদের প্রত্যেকেই চায় তাদের প্রত্যেককে একটি উম্মুক্ত গ্রন্থ দেয়া হোক। (৫৩ কখনও না, বরং তারা পরকালকে ভয় করে না। (৫৪ কখনও না, এটা তো উপদেশ মাত্র। (৫৫ অতএব, যার ইচ্ছা, সে একে স্মরণ করুক। (৫৬ তারা স্মরণ করবে না, কিন্তু যদি আল্লাহ চান। তিনিই ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী।

www.quraanshareef.org

 

আজকের বাংলা তারিখ

May ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page