November 19, 2025, 3:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহে নবাগত জেলা প্রশাসকের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা ঝিনাইদহের মহেশপুর পৌরসভার উন্নয়ন কাজে উপজেলা নির্বাহী অফিসারের মনিটরিং ঝিনাইদহের মহেশপুরে সড়কে ডাকাতি রোধে পুলিশের বিশেষ উদ্যোগ গ্রহণ মাগুরায় এসডিএফ এর আয়োজনে জেলা স্বাস্থ্য ও পুষ্টি বিষয়ক স্টেকহোল্ডার কর্মশালা আগামী ১৬ ডিসেম্বর বিজয় দিবসে প্যারেড অনুষ্ঠিত হবে না : স্বরাষ্ট্র উপদেষ্টা সুষ্ঠু ভোটের জন্য আচরণবিধি মেনে চলা জরুরি : প্রধান নির্বাচন কমিশনার আমরা একটা ট্রানজিশনাল পিরিয়ডে আছি : বিএনপি মহাসচিব দেশের সব মোবাইল ফোন বিক্রির দোকান বন্ধের ঘোষণা কেউ ভোট হাইজ্যাক করতে চাইলে যুবক হয়ে বিস্ফোরিত হবো : জামায়াতের আমির দেশের মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১শ’৮৩ জন
এইমাত্রপাওয়াঃ

৮ দাবিতে চাঁপাইনবাবগঞ্জে রেলপথ অবরোধ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহী-ঢাকা পর্যন্ত চলাচলকারী ৪টি আন্তঃনগর ট্রেন সিল্কসিটি, পদ্মা, ধুমকেতু ও মধুমতি’র রুট চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করাসহ ৮ দাবিতে চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনে রেলপথ অবরোধ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

আজ বুধবার (১৪ মে) সকালে সুশাসনের জন্য নাগরিক-সুজন জেলা শাখা এই কর্মসূচি পালন করে। বিভিন্ন সংগঠন, মহলসহ নানা শ্রেণি-পেশার মানুষ ঘণ্টারও বেশি সময়ের এই কর্মসূচিতে অংশ নেয়।

কর্মসূচি চলাকালে বক্তারা বলেন, বর্তমানে ঢাকা থেকে রাজশাহী পর্যন্ত চলাচলকারী পাঁচটি আন্তঃনগর ট্রেনের মধ্যে একমাত্র বনলতা চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চলে।

অথচ নাগরিক কমিটিসহ বিভিন্ন মহল দীর্ঘদিন থেকে সব ট্রেনই চাঁপাইনবাবগঞ্জ থেকে চালানোর দাবিতে আন্দোলন করছে। অথচ দাবিটি পূরণ না হওয়ায় ২৫ লক্ষাধিক জনসংখ্যার জেলাবাসীকে বিভিন্ন দুর্ভোগ পোহাতে হচ্ছে। আম, সোনামসজিদ স্থলবন্দরসহ বিভিন্ন দিকে সমৃদ্ধ ও সম্ভাবনার জেলাবাসী নিরাপদ আধুনিক যোগাযোগ সেবা থেকে বঞ্চিত হচ্ছে।
এতে বক্তব্য দেন সুজনের জেলা সম্পাদক মনোয়ার হোসেন, জলা চেম্বার সিনিয়র সহসভাপতি খাইরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান, জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক আব্দুর রাহিম, সাবেক কাউন্সিলর শাহনেওয়াজ খান সিনা ও রবিউল ইসলাম, জামায়াত নেতা আব্দুল আলীম ও গোলাম রাব্বানী।

সুজন সম্পাদক বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জ স্টেশন মাস্টার কর্মসূচির ব্যাপারে রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন। কর্তৃপক্ষ এ ব্যাপারে ঢাকা বা রাজশাহী রেল ভবনে কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছেন। অবিলম্বে সুজনের একটি প্রতিনিধিদল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে।’

৮ দফার অন্য দাবিগুলো হচ্ছে- চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত নতুন ডবল লাইন নির্মাণ, চাঁপাইনবাবগঞ্জ রেলওয়ে স্টেশনের প্লাটফরম আধুনিকায়ন, জেলার রহনপুর রেলওয়ে শুল্ক স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দর ঘোষণা, সব আন্তঃনগর ট্রেনের জন্য রহনপুর পর্যন্ত কানেকটিং ট্রেন চালু, সদর উপজেলার আমনুরা বাইপাস স্টেশনে যাত্রাবিরতি রাখা, আমনুরাকে আধুনিক জংশনে রূপান্তর এবং ঢাকা থেকে নাটোর, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ সদর হয়ে জেলার সোনা মসজিদ স্থলবন্দর পর্যন্ত মহাসড়ককে ৬ লেনে উন্নত করা।

সমিতি সম্পাদক অ্যাড. দেলায়ার হোসেন জানান, ৪টি ট্রেন চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত চালানোর দাবিতে আগামী বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০টায় চাঁপাইনবাবগঞ্জ রেল স্টেশনে অবস্থান, শান্তিপূর্ণ রেলপথ অবরোধ এবং জেলা প্রশাসককে স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করবে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকা।

 

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page