অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ফিলিস্তিনি বন্দিদের অধিকার বিষয়ে কাজ করা একটি ফিলিস্তিনি অলাভজনক সংস্থা বলেছে, গত অক্টোবর মাস থেকে অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাদের বর্বর আক্রমণ শুরু হওয়ার পর থেকে অধিকৃত পশ্চিম তীরে সহিংস অভিযানে ইসরাইলি বাহিনী ১০ হাজার ৩০০ ফিলিস্তিনিকে অপহরণ করেছে।
ফিলিস্তিন প্রিজনার্স সোসাইটি বা পিপিএস এক বিবৃতিতে বলেছে, উল্লিখিত সময়ের মধ্যে ৩৫৫ জন নারী এবং অন্তত ৭২০টি শিশুকে আটক করা হয়েছে।
সংস্থাটি নিশ্চিত করেছে যে, “এই সময়ে মোট ৯৬ জন সাংবাদিককে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে গাজার ১৭ সাংবাদিক সহ ৫০ জন আটক রয়েছেন। আটককৃতদের মধ্যে ১৭ জন সাংবাদিককে প্রশাসনিক আদেশে আটক রাখা হয়েছে।”
পিপিএস আরো জানিয়েছে, “যে ১০ হাজার ৩০০ ফিলিস্তিনিকে আটক করা হয়েছে তার মধ্যে প্রশাসনিক আটকাদেশের সংখ্যা আট হাজার ৩৭২ ছাড়িয়ে গেছে।”
ইসরাইলে প্রশাসনিক আটকাদেশ হচ্ছে বিনা বিচারে ফিলিস্তিনি নাগরিকদের সুনির্দিষ্ট অভিযোগ ছাড়া অনির্দিষ্টকাল পর্যন্ত আটক রাখা। এইসব বন্দী কোনো আইনজীবীর সহায়তা নিতে পারে না।
Leave a Reply