অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর প্রতি সমর্থন অব্যাহত রাখা তেহরানের মূল নীতির অংশ।
ইরানে নিযুক্ত হিজবুল্লাহর প্রতিনিধি আবদুল্লাহ সাফিউদ্দীনের সঙ্গে গতকাল (রোববার) এক বৈঠকে আরাকচি এ মন্তব্য করেন। তিনি প্রতিরোধ ফ্রন্ট এবং ইহুদিবাদী ইসরাইলের দখলদারিত্বের বিরুদ্ধে আঞ্চলিক দেশগুলোর বৈধ লড়াইয়ের প্রতি ইরানের সমর্থন ব্যক্ত করেন।
বৈঠকে সাফিউদ্দীন বলেন, হিজবুল্লাহ প্রধান সাইয়েদ হাসান নাসরুল্লাহ এবং অন্য কর্মকর্তারা ইরানের নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগের জন্য আব্বাস আরাকচিকে অভিনন্দন জানিয়েছেন।
বৈঠকে শীর্ষ ইরানি কূটনীতিক এবং হিজবুল্লাহ প্রতিনিধি এই অঞ্চলের সাম্প্রতিক পরিস্থিতি বিশেষ করে লেবাননে ইসরাইলের বিরুদ্ধে প্রতিরোধ ফ্রন্টের যুদ্ধ এবং গাজা উপত্যকা ও পশ্চিম তীরে চলমান ঘটনাবলী নিয়ে আলোচনা করেন।
Leave a Reply