অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেন যুদ্ধে ব্যবহার করার জন্য ইরান রাশিয়াকে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহ করেছে বলে মার্কিন গণমাধ্যম যে খবর দিয়েছে, এবার তা প্রত্যাখ্যান করেছে মস্কো।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, তিনি মার্কিন গণমাধ্যমে প্রকাশিত এ সংক্রান্ত রিপোর্ট দেখেছেন কিন্তু তার কোনো সত্যতা নেই।
পেসকভ মস্কোয় সাংবাদিকদের বলেন, “ইরান আমাদের গুরুত্বপূর্ণ অংশীদার, আমরা নিজেদের মধ্যে বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক শক্তিশালী করছি। আমরা সবচেয়ে স্পর্শকাতর বিষয়গুলোসহ সম্ভাব্য সকল ক্ষেত্রে আমাদের সহযোগিতা ও সংলাপ বৃদ্ধি করছি।”
অজ্ঞাত মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তাদের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল গত ৬ সেপ্টেম্বর খবর দেয়, ইরান রাশিয়ার কাছে স্বল্প-পাল্লার ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে। অন্যদিকে নিজস্ব সূত্রের বরাত দিয়ে সিএনএনও রোববার একই ধরনের দাবি করে।
এমনকি সোমবার ইউরোপীয় ইউনিয়নও একই অভিযোগের পুনরাবৃত্তি করে দাবি করে, তাদের কাছে এমন নির্ভরযোগ্য তথ্য রয়েছে যে, রাশিয়ার আহ্বানে ‘অতি দ্রুত’ সাড়া দিয়ে তেহরান মস্কোর কাছে স্বল্প-পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে।
রাশিয়ার আগে রোববার ইরানের একজন সেনা কমান্ডার কঠোর ভাষায় পশ্চিমা সূত্রগুলোর এ দাবি ভিত্তিহীন বলে নাকচ করে দিয়েছিলেন। ইরানের খতামুল আম্বিয়া সদরদপ্তরের ডেপুটি কমান্ডার ফাজলুল্লাহ নোজারি বলেন, রাশিয়ার কাছে ইরানের ক্ষেপণাস্ত্র পাঠানোর খবর মনস্তাত্ত্বিক যুদ্ধ ছাড়া আর কিছু নয়।
Leave a Reply