স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে ভোর রাতে চোরাই পথে ভারত থেকে বাংলাদেশে আসার সময় ৫৮ বিজিবির সদস্যরা জাউন কল্লবীন (৩৭), কশৈল্লা (৫২) ও কাজল (১৪) নামের তিন ভারতীয় নাগরিককে আটক করেছে।
আটককৃতদের মধ্যে দু‘জন নারী ও একজন পুরুষ রয়েছে। আজ আজ ১৫ ডিসেম্বর রোববার ভোর রাতে ঝিনাইদহের মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া সীমান্ত এলাকা থেকে তাদেরকে আটক করা হয় বলে জানান বিজিবির সদস্যরা।
মহেশপুর ৫৮ বিজিবির মিডিয়া সেল এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, রোববার ভোর রাতে মহেশপুর উপজেলার মাইলবাড়ীয়া সীমান্ত এলাকা থেকে টহলরত অবস্থায় ভারতের উত্তর প্রদেশ জেলার শাহপুর থানার সারদ গ্রামের জাউন কল্লবীন, শেহজাহানপুর জেলার ভান্ডা থানার বাড়–য়া গ্রামের কাজল ও নদীয়া জেলার হরিনঘাটা থানার হরিনঘাটা গ্রামের কশৈল্লাকে আটক করে।
পরে দুপুরে আটক কৃত তিন ভারতীয় নাগরিককে মহেশপুর থানার সোপর্দ্দ করা হয়েছে বলেও জানান বিজিবির মিডিয়া সেলের কর্মকর্তা।
Leave a Reply