অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএসের নেতৃত্বাধীন সিরিয়ার নয়া প্রশাসন সাবেক আল-কায়েদা জঙ্গি আনাস হাসান খাত্তাবকে দেশটির নয়া গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ দিয়েছে। গোটা সিরিয়ার ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করার বেপরোয়া প্রচেষ্টার অংশ হিসেবে এ নিয়োগ দেয়া হলো বলে মনে করা হচ্ছে।
গত ৮ ডিসেম্বর রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ গ্রহণকারী এইচটিএস বৃহস্পতিবার এক বিবৃতিতে সিরিয়ার গোয়েন্দা প্রধান হিসেবে খাত্তাবকে নিযুক্ত করার কথা ঘোষণা করে।
বিবৃতিতে বলা হয়, সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতনের জের ধরে দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ঢেলে সাজানোর অংশ হিসেবে নয়া গোয়েন্দা প্রধানকে নিয়োগ দেয়া হয়েছে।
সিরিয়ার নয়া গোয়েন্দা প্রধান খাত্তাব দেশটির উগ্র জঙ্গী গোষ্ঠী জাবহাত আন-নুসরার অন্যতম প্রতিষ্ঠাতা নেতা। এই গোষ্ঠী জাতিসংঘসহ আরো কিছু পশ্চিমা দেশের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে। এছাড়া, আন্তর্জাতিক সন্ত্রাসী নেটওয়ার্ক আল-কায়েদার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ২০১৪ সালের ২৩ সেপ্টেম্বর খাত্তাবের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছিল।
জাতিসংঘ বলেছিল, খাত্তাব ইরাকে তৎপর আল-কায়েদার সঙ্গে নিয়মিত যোগাযোগের মাধ্যমে সিরিয়ায় এই গোষ্ঠীকে শক্তিশালী করার কাজে ভূমিকা পালন করছেন।
এর আগে গত ১০ ডিসেম্বর এইচটিএসের নেতৃত্বাধীন কর্তৃপক্ষ মোহাম্মাদ আল-বশিরকে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেয়। নিজের নিয়োগ সম্পর্কে মন্তব্য করতে গিয়ে নয়া প্রধানমন্ত্রী বলেন, তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে আগামী মার্চ মাসের ১ তারিখ পর্যন্ত।
রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ গ্রহণ করার আগে সিরিয়ার উত্তরাঞ্চলীয় ইদলিব প্রদেশের প্রশাসনিক প্রধান ছিলেন বশির। গত মাসের শেষদিকে ইদলিব থেকে বড় ধরনের সশস্ত্র অভিযান শুরু করে এইচটিএস এবং তারা দু’সপ্তাহের কম সময়ের মধ্যে রাজধানী দামেস্ক দখল ও প্রেসিডেন্ট বাশার আল-আসাদ সরকারের পতন ঘটায়।
Leave a Reply