অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় চুক্তির আওতায় ৩৪ জন পণবন্দিকে মুক্তি দিতে নিজেদের সম্মতির কথা ঘোষণা করেছে ফিলিস্তিনের ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস।
সংগঠনটির একজন সিনিয়র কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বলেছেন, সম্ভাব্য যুদ্ধবিরতির ‘প্রথম ধাপে’ ইসরাইলের পক্ষ থেকে দেয়া একটি তালিকা থেকে তারা ৩৪ জনকে মুক্তি দিতে সম্মত হয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সকেও হামাসের একটি সূত্র একই তথ্য নিশ্চিত করেছে।
হামাস বলেছে, স্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে গাজা থেকে ইসরাইলি সেনা সম্পূর্ণ প্রত্যাহার করলেই কেবল তেল আবিবের সঙ্গে বন্দি বিনিময় চুক্তি চূড়ান্ত হবে। হামাসের একজন কর্মকর্তা রয়টার্সকে বলেছেন, তাদের এই দাবি মেনে নেয়ার ব্যাপারে তেল আবিবের পক্ষ থেকে এখনও কোনো সাড়া পাওয়া যাচ্ছে না।
২০২৩ সালের ৭ অক্টোবর আল-আকসা তুফান অভিযান চালিয়ে ইসরাইল থেকে প্রায় ২৫০ জন পণবন্দিকে ধরে গাজায় নিয়ে আসে হামাস। পরের মাসে সংগঠনটি তেল আবিবের সঙ্গে এক সপ্তাহের এক যুদ্ধবিরতির আওতায় ১০৫ পণবন্দিকে মুক্তি দেয় যারা ছিল মূলত নারী ও শিশু।
হামাস বলেছে, ইসরাইল গাজা আগ্রাসন পুরোপুরি বন্ধ করতে এবং ইহুদিবাদী কারাগারগুলোতে আটক শত শত ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দিতে সম্মত হলেই কেবল তাদের হাতে আটক ইসরাইলি পণবন্দিদের মুক্তি দেয়া হবে। ওদিকে হামাসের সঙ্গে চুক্তি করে গাজা থেকে পণবন্দিদের ফিরিয়ে নেয়ার দাবিতে বেনিয়ামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন ইসরাইল সরকারের ওপর অভ্যন্তরীণ চাপ তুঙ্গে রয়েছে।
Leave a Reply