অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর তথ্য কেন্দ্র থেকে একটি বিবৃতি প্রকাশ করা হয়েছে ।
গাজায় যুদ্ধবিরতি ঘোষণার পরপরই Khamenei.ir ওয়েব সাইটে বিভিন্ন ভাষায় এবং সোশ্যাল মিডিয়ার বিভিন্ন অ্যাকাউন্টে ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতার ওই বিবৃতি প্রকাশ করা হয়।
বিবৃতিতে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী বলেন: বিশ্ব আজ বুঝতে পেরেছে যে গাজার জনগণের ধৈর্য এবং ফিলিস্তিনি প্রতিরোধের অবিচল দৃঢ়তা ইহুদিবাদী ইসরাইলকে পিছু হটতে বাধ্য করেছে।
সর্বোচ্চ নেতা আরও বলেন: ইতিহাসের বইগুলোতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে-একদিন ইহুদিবাদী একটি গোষ্ঠী গাজাবাসীদের ওপর সবচেয়ে জঘন্যতম অপরাধ চালিয়ে হাজার হাজার নারী ও শিশুকে হত্যা করেছিল এবং শেষ পর্যন্ত তারা পরাজিত হয়েছিল।
Leave a Reply