January 30, 2026, 1:14 am
শিরোনামঃ
মহেশপুরে দুই সন্তানের জননীর রহস্যজনক মৃত্যু মহেশপুরে ধানের শীষ প্রতিক নিয়ে বিশাল মিছিল ঝিনাইদহে জমি নিয়ে বিরোধ সংঘর্ষে ২০ জন আহত ঝিনাইদহের মহেশপুরে ধানের র্শীষে ভোট চাইতে যাওয়ায় নারী নেত্রীর উপর জামায়াত কর্মীর হামলা যশোরের স্ক্যান হসপিটাল নাকের হাড় অস্ত্রোপচার করাতে গিয়ে মহেশপুরের রোগীর মৃত্যু ব্যাংক খাতের ধ্বস সামলাতে হাজার হাজার কোটি টাকা ছাপাতে হয়েছে : পরিকল্পনা উপদেষ্টা আওয়ামী লীগের নিরপরাধ সমর্থনকারীদের পাশে থাকবে বিএনপি : বিএনপির মহাসচিব প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক আরও এক মাস বাড়ছে আয়কর রিটার্ন দাখিলের সময় নিজেদের মতো করে নির্বাচন পর্যবেক্ষণ করবে যুক্তরাষ্ট্র : ইসি সচিব
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুরের বিধবা মহিলার রোপনকৃত ধান নষ্ট করে দিয়ে জোরপুর্বক জমি দখল

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার ১১ নং মান্দারবাড়ীয়া ইউনিয়নের বাথানগাছি গ্রামের মোছাঃ ফাহিমা খাতুন নামের এক বিধবা মহিলার বাথানগাছি মৌজার ঘোলগাড়ি মাঠে ১১ শতক জমিতে সদ্য রোপনকৃত ধান পাওয়ার টিলার দিয়ে সম্পুন্ন রুপে নষ্ট করে দিয়ে জোর পুর্বক দখল করে নিয়েছে একই গ্রামের আমজাদ হোসেন।
এঘটনায় জমির মালিক মোছাঃ ফাহিমা খাতুন জানান স্বামীর দেওয়া আমার নিজ নামীয় উপজেলার বাথানগাছি মৌজার ১০৩৯ নং খতিয়ানের হাল দাগ নং ১২৮৩ – ৫৬  শতকের মধ্যে ১১ শতক জমিতে সদ্য ধান রোপন করে পরিচর্চা করে আসছি। যার দলিল নং ৭০২৭।  গত ২০ জানুয়ারি গ্রামের মৃত জটু সর্দারের ছেলে আমজাদ হোসেন জোর পুর্বক আমার জমিতে লাগানো ধান পাওয়ার টিলার দিয়ে চষে নষ্ট করে দিয়েছে। যার কোন শর্ত ঐ ব্যক্তির এই জমিতে নেই।।
তিনি আরো জানান আমার স্বামীর জীবতদশায় একই মৌজার ১০০৫ নং দাগে ৫৬ শতকের মধ্যে ৮ শতক জমি মৃতঃ জটু সর্দারের ছেলে আমজাদ হোসেনের নিটক বিক্রয় করেন। তিনি ঐ দাগ দখলে না গিয়ে আমার নামে দেওয়া জমিটি জোর পুর্বক দখল করে নিচ্ছে। এবিষয়ে জমি দখলকারী আমজাদ হোসেনের যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। এরিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছিলো।

আজকের বাংলা তারিখ



Our Like Page