November 16, 2025, 12:57 pm
শিরোনামঃ
বিচারকের সন্তান হত্যা ; কালোব্যাজ কর্মসূচি পালন করলেন দেশের নিম্ন আদালতের বিচারকরা বাংলাদেশিদের সহজে ভিসা দিচ্ছে না বিশ্বের বিভিন্ন দেশ ;  বিবিসি বাংলার প্রতিবেদন পোস্টাল ভোটিং জটিল হলেও আগামী নির্বাচনে বাংলাদেশ চ্যালেঞ্জটি নিতে যাচ্ছে : সিইসি অস্থিরতা সৃষ্টি করে নির্বাচন বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে : বিএনপি মহাসচিব একটি নির্দিষ্ট দলকে খুশি করতে ‘গোপন  প্রশাসনে নিয়োগ ও বদলি : জামায়াতের সেক্রেটারি সারাদেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু ; হাসপাতালে ভর্তি ১ হাজার ১৩৯ লক্ষ্মীপুরে বিএনপি নেতা খুনের পর ফেসবুকে ‘আউট’ লিখলেন অভিযুক্ত ছাত্রদল নেতা হেফাজতে থাকা আসামির বক্তব্য মিডিয়ায় প্রচার ; আরএমপির ৪ পুলিশ বরখাস্ত টাঙ্গাইলে র‌্যাবের অভিযানে ৪৬ লাখ টাকার হেরোইনসহ মাদক কারবারি আটক বগুড়ায় গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন
এইমাত্রপাওয়াঃ

ঝিনাইদহের মহেশপুর থেকে সরকারী কম্বল চুরি করে পালানোর সময় অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল রানা আটক

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরস্থ জেলা পরিষদের অডিটোরিয়াম থেকে সাবেক কেয়ারটেকার সোহেল রানা ১০ বস্তা কম্বল কোটচাদপুরে পাচার করার সময় মহেশপুর থানা পুলিশের হাতে আটক হয়েছে।

গত ২০২২-২৩ অর্থ বছরের এলাকার অসহায় মানুষের জন্য আনা সরকারী কম্বল এবং শেখ হাসিনার ছবি সম্বলিত ক্যাপ ও বিভিন্ন খেলার সামগ্রী ঝিনাইদহের মহেশপুর জেলা পরিষদের অডিটোরিয়ামে রাখেন স্থানীয় আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি শফিকুল আজম খান চঞ্চল। সেখান থেকে ১০ বস্তার অধিক কম্বল সরিয়ে রেখেছিলেন অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল রানা। কিন্তু সেখান থেকে সে কম্বলগুলো সরাতে পাছিল না। আজ ২৬ জানুয়ারী ভোর রাতে গোপনে আলমসাধু যোগে কোটচাদপুরে নিয়ে যাওয়ার সময় অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল রানা (৪৫) কে মহেশপুর থানা পুলিশ আটক করে।

কম্বলসহ আটককৃত সোহেল রানা জানান, সে কম্বলগুলো আলমসাধু যোগে নিয়ে কোটঁচাঁদপুরে যাচ্ছিলো। অডিটোরিয়াম থেকে বের হবার পরই পুলিশ কম্বলসহ তাকে আটক করে।

মহেশপুর অডিটোরিয়ামের বর্তমান কেয়ার টেকার মাজেদুল ইসলাম জানান, আমি ২০২৪ সালের ২৬ ডিসেম্বর এখানে যোগদান করেছি। যোগদানের আগে এখানে কি ছিলো আমার জানা নেই।  আমি শুক্রবার একটি মিটিং শেষ করে স্যারদের বলে বাড়ীতে গিয়েছিলাম চাউল আনার জন্য। আজ এসে দেখি এখান থেকে কম্বল চুরি করে পালানোর সময় এই অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল রানাকে পুলিশ আটক করেছে। তবে আমার একটি ইলেকট্রিক চুলা চুরি হয়ে গেছে।

পুলিশের গোয়েন্দা সংস্থার এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, সকালে মর্নিং ওয়ার্ক করতে যাওয়ার সময় দেখি জেলা পরিষদ অডিটোরিয়ামের ভিতর থেকে বস্তায় করে কম্বল আলমসাধুতে উঠানো হচ্ছে এবং সেখানে কয়েকজন হিন্দু মহিলা ঝগড়া করছে কম্বল নিয়ে, আমি এটা দেখার পর জিঙ্গাসা করলে তারা প্রথমে স্বীকার করতে চাননি। একটু জোরে কথা বললে তারা কম্বলগুলো কোটচাঁদপুর নিয়ে যাওয়ার কথা স্বীকার করে।

থানার একটি সুত্রে জানা গেছে, ১০ বস্তার অধিক কম্বল চুরি করে অডিটোরিয়ামের সাবেক কেয়ারটেকার সোহেল রানা আলমসাধু যোগে নিয়ে যাওয়ার সময় তাকে আটক করা হয়। পরে অডিটোরিয়ামের ভিতরের একটি কক্ষ থেকে পুলিশ আরো ৪ বস্তা কম্বল, ফুটবল, কেরামবোর্ড, শেখ হাসিনার ছবি সম্বলিত টুপি ও খেলার বিভিন্ন সমগ্রী উদ্ধার করা হয়েছে।

মামলার বাদি জেলা পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা আনারুল আলম জানান, আমার অডিটোরিয়াম থেকে কম্বলসহ বিভিন্ন মালামাল চুরি হয়ে যাচ্ছিল তাই আমি বাদী হয়ে একটি অভিযোগ দিয়েছি।

এদিকে ঐ কম্বল চুরির সাথে ঝিনাইদহ-৩ আসনের সাবেক এমপি শফিকুল আজম খান চঞ্চল, তার পিএস সুফল ও সাবেক এমপি চঞ্চলের চাচাতো ভাই মিন্টু খানকে আসামী করতে একটি চক্র আপ্রান প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page