স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে বাস ও মটরসাইকেল সংঘর্ষে নাজিমুদ্দিন (৪৫) নামে ব্যক্তি নিহত হয়েছে। নিহত নাজিমুদ্দিন মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়নের সাড়াতলা গ্রামের মিনহাজ্ব উদ্দিনের ছেলে। এ দূর্ঘটনাটি ঘটেছে সোমবার সকালে মহেশপুর উপজেলার খালিশপুর এনামুল হকের (আজব ব্রিক্সে) ইটভাটার সামনে।
পথচারীরা জানান, সোমবার সকালে নাজিমুদ্দিন মোটরসাইকেল যোগে খালিশপুর বাজার থেকে বাড়ি ফেরার সময় জীবননগর কালিগঞ্জ মহা সড়কের এনামুল মিয়ার ইটভাটা সংলগ্ন রাস্তায় যাত্রীবাহি বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাজিমুদ্দিন বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
মহেশপুর থানার সেকেন্ট অফিসার এস আই আসাদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।