April 30, 2025, 2:34 pm
শিরোনামঃ
ভারত-পাকিস্তানের মধ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে ; বাংলাদেশেরও প্রস্তুতি দরকার : ড. ইউনূস সেনাবাহিনীর দক্ষতা ও স্বচ্ছতার প্রশংসা করলেন প্রধান উপদেষ্টা স্টারলিংককে ১০ বছরের জন্য লাইসেন্স দিল বিটিআরসি বিদ্যুৎ সঞ্চালনে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে গ্রিডের উন্নয়ন প্রয়োজন : এডিবি মানিকগঞ্জে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় নানাকে কুপিয়ে হত্যা সিরাজগঞ্জেগৃ হকর্মীকে ধর্ষণের অভিযোগে পিতা-পুত্র আটক গাজীপুরে ছেলেকে হত্যার পর থানায় পিতার আত্মসমর্পণ দেশের সামনে কঠিন চ্যালেঞ্জ : কানাডার প্রধানমন্ত্রী পাকিস্তানকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র দিল চীন ভারত ইট মারলে আমরা পাথর মারবো : পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

ঝিনাইদহের মহেশপুরের অস্বাস্থকর তোয়া ফুড ফ্যাক্টোরীর বিরুদ্ধে অভিযোগ

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুর উপজেলার শ্যামকুড় ইউনিয়নের পদ্মপুকুর নামক স্থানে পদ্মপুকুর-জিন্নানগর সড়কের পাশে আবাসিক এলাকায় সরকারি বিধি বিধান অমান্য করে বিএসটিআই অনুমোদনহীন অব্যবস্থাপনায় “তোয়া ফুড” নামের একটি পাউরুটি বিস্কুট কেকসহ বিভিন্ন আইটেমের বেকারী কারখানা তৈরি করেছে পদ্মপুকুর গ্রামের বাসিন্দা ওমর ফারুক নামের এক ব্যক্তি।

রাত দিন ২৪ ঘন্টা ফ্যাক্টোরীর কালো ধুয়া ও যাত্রিক শব্দে অতিষ্ট হয়ে পড়েছে ঐ এলাকায় বসবাসকারীরা। তোয়া ফ্যাক্টোরীর নিজস্ব কোন পানি নিষ্কাশনের জায়গা না থাকায় ফ্যাক্টোরীর দুষিত বর্জ্যের দুর্গন্ধে পাশে থাকা আবাসিক বাসা বাড়িসহ এলাকাবাসি চরম জনদুর্ভোগে জীবন যাপন করছে। এছাড়া স্কুল কলেজে পড়ুয়া কমলমতি ছেলে মেয়েদের লেখাপড়া চরম ভাবে ক্ষতি বিঘ্নিত হচ্ছে। এমনকি বর্জ্যের দুর্গন্ধে খাওয়া দাওয়া পর্যন্ত বন্ধ হওয়ার উপক্রম হচ্ছে।

লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, ওমর ফারুক পদ্মপুকুর বাজারের জিন্নানগর গামী রোড়ের পাশে আবাসিক এলাকায় ১০ শতক জমি লীজ নিয়ে টিনের বেড়া টিনের চাল দিয়ে গত ৫/৬ বছর যাবত পাউরুটি বিস্কুট কেক তৈরিসহ বিভিন্ন আইটেমের ফ্যাক্টোরী স্থাপন করে ব্যবসা করে আসছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, পচা পানি ও বর্জ্যের দুর্গন্ধে আশে পাশের লোকজন চরম দুর্ভোগ পোহাচ্ছে। এব্যাপারে তোয়া ফুড মালিককে বার বার জানানো সর্তেও তিনি কোন কর্নপাত করছে না।

এবিষয়ে তোয়া ফুড ফ্যাক্টোরীর মালিকের নিকট জানতে চাইলে তিনি বলেন, আমি সকল প্রক্রিয়া মেনেই ফ্যাক্টোরী চালাচ্ছি, আমার কাগজ পত্রের কোন ক্রটি নেই। এতে কারো কিছু করার থাকলে সে করতে পারে।

এঘটনায় উভয় পক্ষের মধ্যে চরম অশান্তি বিরাজ করছে, দ্রত সমাধান না হলে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ীর সংঘর্ষ ঘটতে পারে।

এঘটনায় আবাসিক এলাকায় বসবাসরত কয়েকজন স্বাক্ষীর স্বাক্ষরিত আব্দুর রহিম ( ডাবলু ) বাদী হয়ে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এলাকাবাসী উল্লেখিত পচা দুর্গন্ধ থেকে রক্ষা পেতে মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার ও পরিবেশ অধিদপ্তরের আশু হস্তক্ষেপ কামনা করেছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page