অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ক্যাথলিক খ্রিষ্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের শারীরিক অবস্থা ‘আশঙ্কাজনক’ বলে খবর দিয়েছে ভ্যাটিকান।
শনিবার এক বিবৃতিতে ভ্যাটিকান জানিয়েছে, ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিস শ্বাসযন্ত্রে সংক্রমণের কারণে উভয় ফুসফুসে নিউমোনিয়ায় পরিণত হয়েছে। রোমের জেমেলি হাসপাতালে তার চিকিৎসা চলছে। রক্তশূন্যতার কারণে প্লেটলেট কমে যাওয়ায় তাকে রক্ত রক্তও দিতে হয়েছে।
বিবৃতি আরও বলা হয়েছে, “পোপ এখনো বিপদমুক্ত নন। তবে এখনো তাঁর চেতনা রয়েছে এবং তিনি আরামকেদারায় শুয়ে দিন পার করেছেন। যদিও গতকালের তুলনায় পোপের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।’”
চিকিৎসকরা আগের দিনও বলেছিলেন, প্রথমবারের মত ওষুধে সাড়া দিচ্ছেন পোপ। তবে পোপের অবস্থা যে বেশ জটিল, সেটা তার ডাক্তারদের কাছেও স্পষ্ট। শুক্রবার তারা বলেছিলেন, পোপের অবস্থা এতটাই নাজুক যে পরিস্থিতির সামান্যতম পরিবর্তনেও বিপর্যয় ঘটে যেতে পারে।
টানা কয়েক দিন শ্বাসকষ্টে ভোগার পর গত ১৪ ফেব্রুয়ারি পোপকে হাসপাতালে ভর্তি করা হয়। এক সপ্তাহের বেশি সময় ধরে তিনি শ্বাসনালির প্রদাহে ভুগছেন। গত বুধবার বিকেলে, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি হাসপাতালে পোপের সাথে দেখা করে দ্রুত তার আরোগ্য কামনা করেন।
মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স গত সপ্তাহে জানিয়েছিলেন, পোপ ফ্রান্সিসের গুরুতর স্বাস্থ্য সমস্যা দেখা দিয়েছে।
২১ বছর বয়সে পোপ ফ্রান্সিসের ফুসফুসের একটি অংশ অপসারণ করতে হয়েছিল। পরে বেশি বয়সে তার ফুসফুসের চারপাশে এক ধরনের প্রদাহ তৈরি হয়। সে কারণে তিনি ফুসফুস সংক্রমণের ঝুঁকিতে ছিলেন। গত ১২ বছরে এই আর্জেন্টাইনকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি হতে হয়েছে। এর মধ্যে ২০২৩ সালের মার্চ ব্রঙ্কাইটিসে আক্রান্ত হয়ে তিনি ৩ রাত হাসপাতালে ছিলেন।
Leave a Reply