March 10, 2025, 4:02 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে বিএনপির নাম জড়িয়ে সংবাদ সন্মেলনের প্রতিবাদে বিএনপির মানববন্ধন ও সংবাদ সম্মেলন ঝিনাইদহের মহেশপুরে ধর্ষনের প্রতিবাদ ও ধর্ষকের সবোর্চ্চ শান্তির দাবিতে মানববন্ধন  ঝিনাইদহের মহেশপুরে মাহিলাদের উপর হামলার প্রতিবাদে ভৈরবা বাজারে জামায়াতের প্রতিবাদ সভা অনুষ্ঠিত ফলকার টুর্কের মন্তব্যের বিষয়ে প্রতিক্রিয়া জানাল বাংলাদেশ সেনাবাহিনী ডিসেম্বরে নির্বাচন হলে অক্টোবরে তফসিল ঘোষণা : সিইসি প্রশাসনের কর্তৃত্ব না থাকায় ধর্ষণ বেড়ে যাচ্ছে : রুহুল কবির রিজভী আজব দেশে আজব কারবার ; জাতীয় নির্বাচনে প্রক্সি ভোট দিতে পারবেন প্রবাসীরা ! চোখের পাতা খুলেছে মাগুরায় ধর্ষণের শিকার সেই শিশুটি রাজধানীতে ভয় দেখিয়ে ১১ বছরের শিশুকে ধর্ষণের দায়ে কুদ্দুছ মেকার গ্রেফতার ঝিনাইদহের কালীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মোস্তাফিজুর রহমান বিজু গ্রেফতার
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

লজ্জা ! লজ্জা ! ; যুক্তরাষ্ট্রে পাকিস্তানিদের প্রবেশ নিষিদ্ধ করছে ট্রাম্প প্রশাসন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : পাকিস্তানি নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে বিধিনিষেধ আরোপ হতে পারে, গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশের পর মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছে পাকিস্তান। গত সপ্তাহে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, অবৈধ অভিবাসন ঠেকানোর অংশ হিসেবে ট্রাম্প প্রশাসন কিছু দেশের নাগরিকদের ওপর প্রবেশ নিষেধাজ্ঞা আরোপের চিন্তা করছে এবং পাকিস্তান সেই তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে।

পরে নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি নাগরিকদের ওপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে না। তবে তাদের ভিসা আবেদন প্রক্রিয়ায় অধিকতর যাচাই-বাছাই করা হতে পারে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্রে নিযুক্ত পাকিস্তানি রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ ডনকে জানিয়েছেন, আমরা মার্কিন পররাষ্ট্র দপ্তরের সঙ্গে যোগাযোগ করছি। তবে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তানকে ‘কমলা’ ক্যাটাগরিতে রাখা হতে পারে, যা নির্দিষ্ট কিছু ভিসার ওপর বিধিনিষেধ আরোপ করবে। এই শ্রেণির দেশগুলোর নাগরিকরা শুধু ব্যবসায়িক ভিসার জন্য আবেদন করতে পারবেন, তবে অভিবাসী বা পর্যটন ভিসার সুযোগ থাকবে না। এমনকি এই ভিসার মেয়াদও সংক্ষিপ্ত হতে পারে এবং আবেদনকারীদের অবশ্যই সাক্ষাৎকারের মুখোমুখি হতে হবে।

এ বিষয়ে জানতে চাইলে রাষ্ট্রদূত রিজওয়ান সাঈদ শেখ বলেন, এটি শুধু সংবাদ প্রতিবেদনের ভিত্তিতে বলা হচ্ছে। এখন পর্যন্ত আনুষ্ঠানিক কিছু জানা যায়নি। আমরা এখনো নিশ্চিতকরণের অপেক্ষায় রয়েছি।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, একটি নতুন খসড়া প্রস্তাবে ‘রেড লিস্ট’ নামে একটি তালিকা তৈরির পরিকল্পনা করা হয়েছে, যেখানে অন্তর্ভুক্ত দেশগুলোর নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশ নিষিদ্ধ করা হতে পারে।

এই তালিকায় মূলত আগের ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশগুলোর নাম অন্তর্ভুক্ত করা হয়েছে, যার মধ্যে রয়েছে— কিউবা, ইরান, লিবিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেন।

প্রস্তাবিত খসড়ায় আফগানিস্তানের নাম যুক্ত করা হতে পারে, তবে পাকিস্তান এই তালিকায় রয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

এদিকে, যুক্তরাষ্ট্রে অধ্যয়নরত কিছু পাকিস্তানি শিক্ষার্থীকে তাদের বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দেশে ফেরার বিষয়ে সতর্ক করেছে। কারণ কর্তৃপক্ষ নিশ্চিত নয় যে, তারা আবার যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন কি না।

মার্কিন মুসলিম নাগরিকদের অধিকার রক্ষায় কাজ করা সংগঠন কাউন্সিল অন আমেরিকান-ইসলামিক রিলেশনস (সিএআইআর) গত সপ্তাহে পাকিস্তানসহ প্রায় এক ডজন দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্র ছাড়তে নিষেধ করেছে, যতক্ষণ পর্যন্ত প্রশাসন আনুষ্ঠানিক ঘোষণা না দেয়। সূত্র: ডন

আজকের বাংলা তারিখ

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page