March 16, 2025, 6:52 am
শিরোনামঃ
চার দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস যোগাযোগব্যবস্থা নাজুক ; দেশের ৭৪ উপজেলাকে দুর্গম ঘোষণা করলৈা ইসি নারায়ণগঞ্জে ডিবি পুলিশ পরিচয়ে সড়কে গাড়ি থামিয়ে কোটি টাকা ডাকাতি খুলনায় দুর্বৃত্তদের গু‌লিতে চরমপ‌ন্থি ক্যাডার নিহত বরিশালে ৪ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা ; গণপিটুনিতে যুবক নিহত দিনাজপুরের বীরগঞ্জে গরুর বদলে ঘোড়া দিয়ে হালচাষ ২৯ রোজা শেষে ৩০ মার্চ সৌদি-কুয়েতসহ মধ্যপ্রাচ্যে উদযাপিত হবে ঈদুল ফিতর ! ভারতের কেরালার শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকদের বেত ব্যবহারে হাইকোর্ট অনুমতি মিয়ানমারে জান্তা বাহিনীর বিমান হামলায় ১২ জন নিহত যুক্তরাষ্ট্রে টর্নেডোর আঘাতে ৩১ জন নিহত
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

সিরাজগঞ্জে অসুস্থ সাংবাদিকদের অনুদান ও মেধাবী সন্তানকে বৃত্তি প্রদান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের পক্ষে সিরাজগঞ্জ জেলার দুইজন অসুস্থ সাংবাদিককে সুচিকিৎসার জন্য অনুদান ও একজন প্রয়াত সাংবাদিকদের মেধাবী সন্তানকে এককালীন শিক্ষা বৃত্তি প্রদান করা হয়েছে।

আজ শুক্রবার সিরাজগঞ্জ প্রেসক্লাব ভবনে উক্ত অনুদান ও শিক্ষা বৃত্তির চেক প্রদান করেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আবদুল্লাহ।

এ সময় তিনি বলেন, ‘সাংবাদিকগণ জাতির দর্পণ। সারাদেশে সাংবাদিকরা বিভিন্নভাবে নিগৃহীত হচ্ছে, অনেক সাংবাদিকের বেতন বোনাসও নেই। সাংবাদিকদের মেধাবী সন্তানদের জন্য কল্যাণ ট্রাস্টের এই ক্ষুদ্র প্রয়াস। সাংবাদিক কল্যাণ ট্রাস্ট প্রথমবারের মতো শিক্ষা বৃত্তি চালু করেছে, ভবিষ্যতে তা অব্যাহত থাকবে। অসুস্থ সাংবাদিকের সুচিকিৎসার জন্য অনুদান দেওয়াও অব্যাহত থাকবে।

তিনি বলেন, শিক্ষার্থীরা ৮০ শতাংশ মার্ক অর্জনের ভিত্তিতে পরবর্তী বছরেও শিক্ষা বৃত্তির আওতায় থাকবে, সেক্ষেত্রে ৮০ শতাংশ মার্ক অর্জনের প্রমাণপত্র দাখিল করতে হবে। শিক্ষা বৃত্তি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, অনার্স, মাস্টার্সসহ সব ক্যাটাগরিতে চালু থাকবে। ২০২৫ শিক্ষাবর্ষের জন্য সারাদেশে ৩০৫ জন মেধাবী শিক্ষার্থীকে এই বৃত্তি প্রদান করা হয়।

চিকিৎসার জন্য সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও এনটিভির জেলা প্রতিনিধি শরিফ আহমেদ ইন্নাকে ৪০ হাজার টাকা ও প্রবীণ সাংবাদিক দৈনিক চাঁদতারা পত্রিকার সম্পাদক মো. আক্তারুজ্জামান বাবলুকে ৪০ হাজার টাকা এবং প্রয়াত সাংবাদিক সুকান্ত সেনের অনার্স পড়ুয়া মেধাবী মেয়ে সুস্মিতা সেনকে ২৪ হাজার টাকা শিক্ষা বৃত্তি প্রদান করা হয়। এ ছাড়া নয়জন সাংবাদিককে ঈদের সামগ্রী প্রদান করা হয়।

এসময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. হারুন অর রশিদ খান হাসান, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক ফেরদৌস হাসান, প্রেসক্লাবের যুগ্ম-সাধারণ সম্পাদক ইউসুফ দেওয়ান রাজু, সাংগঠনিক সম্পাদক মো. রহমত আলী, দপ্তর সম্পাদক শেখ মোহাম্মদ এনামুল হক, দৈনিক আমার দেশ পত্রিকার প্রতিনিধি শফিক শাহীদ, প্রয়াত সাংবাদিক সুকান্ত সেনের সহধর্মিণী স্বপ্না সেনসহ অন্যান্য সাংবাদিকবৃন্দ।

আজকের বাংলা তারিখ

March ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page