May 1, 2025, 11:18 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু ঝিনাইদহে জেলা প্রশাসনের আয়োজনে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালিত নতুন বাংলাদেশ গড়তে শ্রম সংস্কার কমিশনের সুপারিশ বাস্তবায়ন করবে সরকার : প্রধান উপদেষ্টা আলজেরিয়ার সঙ্গে দ্রুত পারস্পরিক ভিসা অব্যাহতি চুক্তি করা হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশ সকল দেশের সার্বভৌমত্বকে সম্মান করে : প্রেস সচিব বাংলাদেশে সামরিক অস্ত্র বিক্রি করতে চায় জাপান চট্টগ্রামে পাহাড় ধসে ২ শিশু নিহত ব্রাহ্মণবাড়িয়ায় দুই গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ থামাতে গিয়ে আহত হলেন ইউএনও-ওসি নারায়ণগঞ্জে ড্রেনে মিললো অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার পাকিস্তানি বিমানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত
এইমাত্রপাওয়াঃ
আমাদের সাইটে নতুন ভার্ষনের কাজ চলছে সাথে থাকার জন্য ধন্যবাদ

দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউনকে অপসারণ ; ৬০ দিনের মধ্যে নির্বাচন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সাংবিধানিক আদালত দেশটির প্রেসিডেন্ট ইউন সুক-ইওলকে তার পদ থেকে অপসারণ করেছে। শুক্রবার (৪ এপ্রিল) আদালত এই রায় ঘোষণা করে, যা দেশটির রাজনৈতিক ইতিহাসে গুরুত্বপূর্ণ একটি ঘটনা। সংবিধান অনুযায়ী, আগামী ৬০ দিনের মধ্যে নতুন প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করবেন বর্তমান প্রধানমন্ত্রী হান ডাক-সু।

অন্তর্বর্তীকালীন প্রধান বিচারপতি মুন হিউং-বে জানান, প্রেসিডেন্ট ইউন সংবিধানে নির্ধারিত ক্ষমতার সীমা লঙ্ঘন করেছেন এবং দায়িত্বের বরখেলাপ করেছেন। তার এই পদক্ষেপ গণতন্ত্রের ওপর গুরুতর আঘাত বলে আদালত রায়ে উল্লেখ করেছে। প্রধান বিচারপতি আরও বলেন, ইউন জনগণের প্রতি ভয়াবহ বিশ্বাসঘাতকতা করেছেন এবং সামরিক আইন ঘোষণা করে সমাজ, অর্থনীতি এবং পররাষ্ট্রনীতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন।

আদালতের এই রায়ের পর হাজারো মানুষ আনন্দ-উল্লাসে ফেটে পড়েন। তারা রাস্তায় নেমে স্লোগান দিতে থাকেন, “আমরা জিতেছি!”। দীর্ঘ কয়েক মাস ধরে চলমান বিক্ষোভের পর এই রায় দেশটির রাজনৈতিক অস্থিরতার অবসান ঘটাবে বলে আশা করা হচ্ছে। তবে আদালতের রায়ের পরও রাজনৈতিক সংকট পুরোপুরি প্রশমিত হবে কিনা, তা এখনো নিশ্চিত নয়।

৬৪ বছর বয়সী ইউন সুক-ইওল রাষ্ট্রদ্রোহের অভিযোগে ফৌজদারি বিচারের মুখোমুখি হয়েছেন। চলতি বছরের ১৫ জানুয়ারি তিনি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে প্রথমবারের মতো বর্তমান প্রেসিডেন্ট হিসেবে গ্রেপ্তার হন। যদিও মার্চ মাসে আদালত তার গ্রেপ্তারি পরোয়ানা বাতিল করলে তিনি মুক্তি পান।

এই সংকটের সূত্রপাত হয়েছিল গত ৩ ডিসেম্বর, যখন প্রেসিডেন্ট ইউন সামরিক আইন ঘোষণা করেন। তবে মাত্র ছয় ঘণ্টার মধ্যেই সংসদ সদস্যরা নিরাপত্তা বাহিনীর বাধা উপেক্ষা করে পার্লামেন্টে প্রবেশ করেন এবং আইনটি নাকচ করে দেন। পরে ইউন আইনটি প্রত্যাহার করেন এবং দাবি করেন যে, তার কখনোই পুরোপুরি সামরিক শাসন জারির ইচ্ছা ছিল না। এরপর দেশজুড়ে কয়েক মাস ধরে টানা প্রতিবাদ চলতে থাকে, যার শেষ হলো আদালতের এই রায়ের মাধ্যমে।

আজকের বাংলা তারিখ

May ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Apr    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page