January 28, 2026, 3:40 am
শিরোনামঃ
কারাগারে বন্দিদের নিরাপত্তা ও মানবাধিকার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা বাংলাদেশে মাদক ব্যবহারকারী ৮২ লাখ ; বেশিরভাগই তরুণ নির্বাচনে সাংবাদিক কার্ডের জন্য অনলাইন আবেদন জানাতে ইসির আহ্বান দুর্নীতির অভিযোগে ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজকে দুদকের তলব ৪ হাজার গণমাধ্যমকে ভোটের পাস দেবে ইসি ঝিনাইদহের কোটচাঁদপুরে আসন্ন নির্বাচন নিয়ে তরুণদের ভাবনা বিষয়ক সংলাপ গাজীপুরের জাল টাকার কারখানায় র‍্যাবের অভিযানে ৩ জন আটক পটুয়াখালীতে দুধ দিয়ে গোসল করে মৎস্যজীবী দল নেতার জামায়াতে যোগদান মধ্যপ্রাচ্যে ঢুকলো মার্কিন রণতরী ; ইরান ও হিজবুল্লাহর পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি ভারত ও ইউরোপীয় ইউনিয়নের ঐতিহাসিক চুক্তি চূড়ান্ত
এইমাত্রপাওয়াঃ

ঝালকাঠিতে সংরক্ষণের অভাবে ঐতিহ্য হারাচ্ছে শতবর্ষী মসজিদ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ঝালকাঠির নলছিটিতে সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে বসেছে মুঘল আমলে নির্মিত শত বছরের পুরনো জামে মসজিদ। স্থানীয়দের দাবি মতে মসজিদটি সঠিক কতসালে নির্মাণ করা হয়েছে তার কোন সঠিক তথ্য কারও জানা নেই। তবে অনেকের ধারণা এটি শত বছরের বেশি পুরনো। এ নিয়ে এলাকাবাসী মধ্যে একটি ধারনা প্রচলিত আছে, তাদের মতে মসজিদটি একরাতে পরীতে তৈরি করেছেন যার কারণে এটাকে অনেকে পরীর মসজিদ নামেও অভিহিত করে থাকেন।

তবে এর নির্মাণ শৈলী দেখে ধারনা করা হয়েছে মুঘল আমলে মসজিদটি নির্মাণ করা হয়েছে। উপজেলার মোল্লারহাট ইউনিয়নের হদুয়া সড়কের পাশে দক্ষিণ কামদেবপুর গ্রামে অবস্থিত মসজিদের বর্তমানে নাম দেয়া হয়েছে দক্ষিণ কামদেবপুর ব্যাপারী বাড়ী বায়তুল আমান জামে মসজিদ।

এক গম্বুজ বিশিষ্ট এই মসজিদের চারপাশে রয়েছে আরও চারটি মিনার। ১২ ফুট লম্বা ও ১২ ফুট প্রশস্ত মসজিদ নির্মাণে ব্যবহার করা হয়েছে চুন ও সুরকি। দেয়াল গুলো নির্মাণ করা হয়েছে খুবই মজবুত করে। প্রতিটা দেয়াল প্রশস্ত হবে ২ থেকে ৩ ফুট। ছিল বিভিন্ন ধরনের কারুকার্য। তবে কারুকার্যগুলো এখন আর স্পষ্ট দেখা যায় না। গম্বুজসহ এর উচ্চতা প্রায় ৩০ফুট হবে বলে ধারনা করা হচ্ছে। উপরের পলেস্তারা খসে পড়লেও মসজিদের মূল দেয়ালগুলো এখনো অক্ষত আছে। ভিতরে একটি মিম্বর রয়েছে আর দুই পাশে দুটি জানালা। আয়তন অনুযায়ী এখানে ৮ থেকে ১০জন মুসল্লি একসাথে নামাজ আদায় করতে পারেন।

স্থানীয় বাসিন্দা রশিদ ব্যাপারী ও লতিফ ব্যাপারী জানান, আমাদের বাড়ীর সম্মুখে অবস্থিত মসজিদটি আমরা ছোটবেলা পরীর মসজিদ নামে চিনতাম। আমাদের বাবা/চাচাদের মতে একটি এক রাতে পরীতে নির্মাণ করেছেন। এরকম শুনে আসছি। তারাও এরকম শুনে আমাদের বলেছেন। পরে মসজিদ বড় করার জন্য এর দেয়াল ভাঙ্গার চেষ্টা করা হয়েছিল কিন্তু এর পুরুত্ব আর অনেক মুসল্লিদের বাধার কারণে ভাঙ্গা সম্ভব হয়নি তাই সাথেই নতুন স্থাপনা নির্মাণ করা হয়েছে। বর্তমানে সেখানেই নামাজ আদায় করা হয়। আর পুরনো পরীর মসজিদটি যেভাবে ছিল সেভাবেই রাখা হয়েছে। তবে এখন ভিতরে ময়লা আবর্জনায় ভরে গেছে। পলেস্তারাও অনেক খসে পড়েছে, উপরের দিকে অনেক পরগাছা জন্ম নিয়েছে। আমাদের দাবি মসজিদটি জেনো সরকারীভাবে সংরক্ষণ করা হয়।

মোল্লারহাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মাহবুবুর রহমান সেন্টু জানান, এই মসজিদটি অনেক পুরনো। কেউ হয়তো এর নির্মাণ সাল জানে না। তবে ধারনা হয় মুঘল আমলে নির্মাণ করা হয়েছিল। আমরা একবার চেষ্টা করেছিলাম প্রত্নতত্ব বিভাগের সাথে যোগাযোগ করে এটাকে সরকারীভাবে সংরক্ষণের ব্যবস্থা করার, কিন্তু আমরা তাদের সাথে যোগাযোগ করতে পারিনি। তবে আমাদের দাবি এই মসজিদ শত শত বছরের পুরনো ইতিহাসের অংশ তাই এটাকে যেনো যথাযথভাবে সংরক্ষণ করা হয়।

মসজিদের ইমাম কবির আহমেদ জানান, মসজিদটি বেশ কয়েকবার স্থানীয়ভাবে সংস্কার করা হয়েছে তবে আয়তন কম হওয়ায় সাথেই নতুন ভবন নির্মাণ করা হয়েছে। বর্তমানে বর্ধিত অংশে নিয়মিত নামাজ আদায় করা হয়। আর মসজিদের পুরনো অংশের ভবন স্মৃতি হিসেবে রাখা হয়েছে। এটা নিয়ে স্থানীয়দের অনেক ধারনা আছে। এখনো অনেক মানুষ এই মসজিদে বিভিন্ন ধরনের মানত করে থাকেন। তবে এর নির্মাণ কারুকার্য দেখে ধারনা করা হয় এটা মোগল আমলে নির্মাণ করা হয়েছিল।

এ ব্যাপারে নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম জানান, পুরনো স্থাপনাগুলো ইতিহাস ও ঐতিহ্যের অংশ তাই এগুলো সংরক্ষণে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

 

আজকের বাংলা তারিখ

January ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Dec    
 
১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page