অনলাইন সীমান্তবাণী ডেস্ক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ঈদ-উল-ফিতরের মতো আসছে ঈদ-উল-আযহায়ও যাত্রীদের নিরাপত্তা এবং আনন্দে বাড়ি ফেরা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর ।
তিনি বলেন, ‘ঈদ যাতায়াত সুষ্ঠু এবং নির্বিঘ্ন করতে আন্তঃমন্ত্রণালয় সভা করেছে অন্তর্বর্তী সরকার। ভাড়া বৃদ্ধি, চাঁদাবাজি, ছিনতাই সহ নৌ, সড়ক ও রেলপথে যাত্রীদের যাবতীয় ভোগান্তি দূর করতে প্রয়োজনীয় সকল পদক্ষেপ ইতোমধ্যেই গ্রহণ করা হয়েছে। গত ঈদের মতো এই ঈদেও যাত্রীদের নিরাপত্তা এবং আনন্দে বাড়ি ফেরা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর।’