November 19, 2025, 1:50 pm
শিরোনামঃ
যশোরে কুঁড়িয়ে পাওয়া নবজাতক গেল রাজধানীর নিঃসন্তান দম্পতির ঘরে ঢাকার ধামরাইয়ে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ লেবাননের ফিলিস্তিনি শিবিরে ইসরাইলের হামলায় ১৩ জন নিহত মিয়ানমারে অনলাইন জুয়া ও প্রতারণা বন্ধে ১০ হাজার ফোন জব্দ, ; ৩৪৬ জন গ্রেফতার যুক্তরাষ্ট্ নির্মিত ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ায় ইউক্রেনের হামলা জামাল খাশোগি হত্যাকাণ্ডের বিষয়ে সৌদি যুবরাজ কিছুই জানতেন না : ট্রাম্প রুশ হামলায় ইউক্রেনের পশ্চিমাঞ্চলে ৯ জন নিহত যুক্তরাষ্ট্রের বর্জন মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকায় হতে যাচ্ছে জি২০ শীর্ষ সম্মেলন গাজা ইস্যুতে মার্কিন প্রস্তাবকে প্রতারণা হিসেবে অভিহিত করলো রাশিয়া শেখ হাসিনা ও কামালের বিচার সুষ্ঠু ও ন্যায়সংগত হয়নি : অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল
এইমাত্রপাওয়াঃ

লক্ষ্মীপুরে হাতকড়াসহ আওয়ামী লীগ নেতাকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে ৯ জন আটক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় হাতকড়াসহ এক আওয়ামী লীগের নেতাকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে শনিবার (২৪ মে) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনায় কমলনগর থানায় একটি মামলা দায়ের করা হয়।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এলাকাবাসী জানান, কমলনগর থানার এএসআই প্রদীপ চন্দ্র দাস ও কনস্টেবল আরজু গ্রেপ্তার করেন আশরাফ উদ্দিনকে। পরে তার হাতে হ্যান্ডকাপ লাগানো হয়। আশরাফকে গ্রেপ্তারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে একত্র হয়ে পুলিশের সামনে বিক্ষোভ শুরু করেন কয়েকশ নারী-পুরুষ। একপর্যায়ে হ্যান্ডকাফসহ আশরাফকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেন স্থানীয়রা। পরে খবর পেয়ে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করেন। স্থানীয় লোকজনের মাধ্যমে পুলিশের হ্যান্ডকাফটি উদ্ধার করেন তিনি।

পুলিশ জানান, আশরাফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা, হত্যাচেষ্টা ও নাশকতা মামলার পলাতক আসামি। কমলনগর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) প্রদীপ চন্দ্র দাস ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা দায়ের করেছেন। মামলায় প্রধান আসামি করা হয় আশরাফ উদ্দিনকে। এছাড়া মামলায় ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় আরও ২০০ জনকে আসামি করা হয়েছে।

ওসি তৌহিদুল ইসলাম জানান, মামলাটি সরকারি কাজে বাধার অভিযোগে করা হয়েছে। শনিবার রাতেই অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করা হয়। আদালতে সোপর্দ করা হবে তাদের। ছিনিয়ে নেওয়া আসামিকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

আজকের বাংলা তারিখ

November ২০২৫
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০


Our Like Page