মোঃ ফাহিমুল ইসলাম : ঝিনাইদহের মহেশপুরে ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’ প্রকল্পের আওতায় ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।
২৬ মে সোমবার সকালে মহেশপুরস্থ জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত উক্ত অনুষ্ঠানে স্থানীয় কৃষান-কৃষাণী, উদ্যোক্তা, সরকারি অফিসারগণ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিগণসহ বিভিন্ন অংশীজনরা অংশগ্রহণ করেন।
উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার খাদিজার আক্তার।
অনুষ্ঠানের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার বলেন, কৃষির পাশাপাশি পুষ্টি ও উদ্যোক্তা উন্নয়ন একে অপরের সঙ্গে সম্পর্কিত। পার্টনার প্রকল্প আমাদের নারীদের শুধু আত্মনির্ভরশীলই করেনি, তাদের নেতৃত্ব তৈরি করেছে। এসময় তিনি তার কৃষি বিষয়ের অভিজ্ঞতার বর্ননা দেন।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, পাটনার ফিল্ড স্কুল প্রকল্পের যশোর অঞ্চলের সিনিয়ার মনিটরিং অফিসার শেখ সাজ্জাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন,মহেশপুর উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপজেলা সমবায় অফিসার মুজিবর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলাম।
বক্তারা বলেন, গ্রামীণ নারী ও কৃষিভিত্তিক উদ্যোগে সম্পক্ত করতে পার্টনার ফিল্ড স্কুল প্রকল্প গুরুত্ব ভূমিকা রাখছে। জলবায়ু পরিবর্তনের ফলে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ মোকাবেলায় এ ধরনের প্রকল্প সময়োপযোগী প্রসঙ্গিক।
সভাপতির বক্তব্যে উপজেলা কৃষি অফিসার ইয়ামিন সুলতানা বলেন, মাঠ পর্যায়ের নারীরা এখন শুধু চাষাবাদে নয়, পণ্য প্রক্রিয়া জাতকরণ, বাজারজাত ও ব্র্যন্ডিংয়েও দক্ষতা দেখাচ্ছেন।
অনুষ্ঠানের সফল নারী উদ্যোক্তা হিসেবে ডলি খাতুন বলেন, আমি আগে শুধু বাড়ির কাজ করতাম, এখন আমার নিজের সবজি খামার আছে তাতে প্রতিমাসে ১০-১৫ হাজার টাকা আয় হয়।
আয়োজকরা জানান, এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও চলবে এবং অন্যান্য ইউনিয়নেও সম্প্রসারণ করা হবে।
অনুষ্ঠানে মহেশপুর উপজেলার ১৫টি পার্টনার ফিল্ড স্কুলের ৩৫ জন সদস্য অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার সাবরিনা মুজাইন নাবিলা।