ফারুক আহমেদ, মাগুরা প্রতিনিধি : মাগুরায় সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ), আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়। রেজিলিয়েন্স এন্ট্রাপ্রেনিওরশীপ অ্যান্ড লাইভলিহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রজেক্ট স্টেকহোল্ডার কর্মশালা অনুষ্ঠিত হয়। বুধবার ২৮ মে দুপুর ১২ টার সময় মাগুরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মাগুরা জেলা অফিস সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) এর আয়োজনে স্টেকহোল্ডার কর্মশালা পালিত হয়।
এসডিএফ এর পরিচিতি- গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য রাষ্ট্রপতির প্রজ্ঞাপনের মাধ্যমে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) দারিদ্র বিমোচন প্রচেষ্টার অংশ হিসেবে সরকার ২০০০ সালে প্রতিষ্ঠা করে। কোম্পানি আইন ১৯৯৪ এর আওতায় একটি অলাভজনক সংস্থা হিসেবে এই প্রতিষ্ঠান নিবন্ধিত হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের অধীন একটি অলাভজনক ও স্বায়ত্তশায়িত প্রতিষ্ঠান। ২০০১ সাল থেকে অদ্যাবধি গ্রামীন দরিদ্র ও অতিদরিদ্র মানুষের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠান সভাপতিত্ব করেন যশোর অঞ্চল এসডিএফ আঞ্চলিক পরিচালক মোঃ কামাল বাশার ও উপস্থাপনায় অনুপ কুমার।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন মাগুরা সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, মহিলা বিষয়ক অধিদপ্তর উপপরিচালক আব্দুল আওয়াল, কৃষি সম্প্রসারন অধিদপ্তর খামারবাড়ি এডিডি বিষ্ণু পদ সাহা, জেলা প্রাণী সম্পদ অফিসার মিহির কান্তি বিশ্বাস, জেলা সমাজসেবা কার্যালয় উপপরিচালক মোঃ জাকির হোসেন, বিসিক কার্যালয় উপব্যবস্থাপক অর্জুন কুমার বিশ্বাস, পুলিশ সুপার কার্যালয় পুলিশ পরিদর্শক (নি:) শরিফুল ইসলাম, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সহকারী পরিচালক এনএসআই রাজীব হোসেন, জেলা সমবায় কার্যালয় সরেজমিনে তদন্তকারী হাসিবুর রহমান, সরকারি কলেজের সহকারী অধ্যাপক খান শফিউল্লাহ, মাগুরা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক ও মাগুরা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ ফারুক আহমেদ সহ প্রমুখ।
এসডিএফ স্টেক হোল্ডার কর্মশালায় আত্মকর্মসংস্থানে সাফল্য ৩ জন নারী বক্তব্য রাখেন, তারা হলেন শালিখা উপজেলার বাউলিয়া পূর্ব পাড়ার মাগুরা জেলা আরইএলআই সভাপতি স্বপ্না বিশ্বাস, মহম্মদপুর উপজেলার পশ্চিম ধোয়াইল গ্রামের ক্ষুদ্র ব্যবসা শিউলী ইসলাম ও মাগুরা সদর উপজেলার পাইকেল গ্রামের কাকলী খাতুন।
মাগুরা সদর উপজেলার মঘী, রাঘবদাইড়, চাউলিয়া, বগিয়া, শত্রুজিৎপুর, কুচিয়ামোড়া, গোপালগ্রাম, ও জগদল এই ৮ টি ইউনিয়নের ৭৫ টি গ্রাম, শালিখা উপজেলার তালখড়ি, শালিখা, শতখালী, বুনাগাতী ও গঙ্গারামপুর এই ৫ টি ইউনিয়নের ৫০ টি গ্রাম এবং মহম্মদপুর উপজেলার নহাটা, রাজাপুর, পলাশবাড়িয়া, দিঘা, বাবুখালী, মহম্মদপুর ও বালিদিয়া এই ৭ টি ইউনিয়নের ৭৫ টি গ্রাম নিয়ে মাগুরা জেলায় প্রকল্প এলাকা। প্রতি গ্রামে গড়ে ১৭০ জন দরিদ্র ও অতিদরিদ্র উপকারভোগী আছে আর যার সংখ্যা ২০০ টি গ্রামে কমপক্ষে ৩৫৪৪৪ জন।
মাগুরা জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম বলেন এখন থেকে এসডিএফ এর কাজগুলো প্রতি মাসে সরেজমিনে পরিদর্শন ও কাজের খোঁজ খবর নেওয়া হবে। এসডিএফ এর সাথে প্রথম আমার মিটিং এবং এখন থেকে এনজিওর সাথে মিটিং এ অংশ গ্রহণ করার কথা জানান এসডিএফ সংশ্লিষ্টদের। তিনি আরও জানান এসডিএফ মাগুরা জেলায় বিগত বছর গুলোর বিভিন্ন ভালো কাজের ছবি, নারীদের সাবলম্বীর কথা শুনে মুগ্ধ হয়েছেন এবং এসিডিএফ এর সাথে জড়িত সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করেন।