অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরাজগঞ্জ সদর ও রায়গঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে হতদরিদ্রদের জন্য বরাদ্দ করা ১৬ হাজার কেজি ন্যায্যমূল্যের চাল জব্দ করেছে সেনাবাহিনী।
বৃহস্পতিবার (২৯ মে) রাতে পরিচালিত পৃথক অভিযানে ৮ জনকে আটক করা হয়েছে।
আটকরা হলেন, সিরাজগঞ্জ পৌর এলাকার নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিলের মালিক মো. আব্দুল কাদের, রায়গঞ্জ উপজেলার চিরামপুর এলাকার মো. মাহফুজ হোসেন (২৫), মো. শাকিল হোসেন (২৮), মো. রাজু (২৫), মো. শরিফ হোসেন (৩৫), মো. আলমগীর হোসেন (৩৬), জাকির হোসেন (৩২) এবং মো. সাইফুল (৩৫)।
জানা গেছে, তালিকাভুক্ত ডিলারদের মাধ্যমে হতদরিদ্রদের মধ্যে সরবরাহযোগ্য চাল গোপনে মজুত ও চড়া দামে বিক্রির তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে সিরাজগঞ্জ শহরের মালশাপাড়ার নর্থ বেঙ্গল ফ্লাওয়ার মিল থেকে ১০ টন (প্রতি টনে এক হাজার কেজি) সরকারি চাল জব্দ এবং গুদাম মালিককে আটক করা হয়।