স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরস্থ ৫৮ বিজিবি’র আওতাধীন বিভিন্ন বিওপি ক্যাম্পের সদস্যগণ কর্তৃক ভারতীয় মাদক ও অবৈধভাবে সীমান্ত পারাপারকারী বাংলাদেশী নাগরিক আটক হয়েছে।
২৭ জুন শুক্রবার দুপুরে ৫৮ বিজিবি’র অধীনস্থ যাদবপুর বিওপি’র সুবেদার মোঃ ওসমান হোসেনের নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সীমান্তবর্তী বেতবাড়িয়া গ্রামের মেহগনি বাগানের মধ্যে হতে নায়েব আসামীবিহীন ৩ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

একই দিন বিকালে নতুনপাড়া বিওপি’র হাবিলদার মোঃ রমজান আলী এর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে নতুন পাড়া গ্রামের মোঃ মাইনুলের আম বাগানের মধ্যে হতে আসামীবিহীন ৪২ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এছাড়াও গত ২৬ জুন বৃহস্পতিবার রাতে কুসুমপুর বিওপি’র নায়েব সুবেদার মোঃ আবুল হাসান খানের নেতৃত্বে নিয়মিত টহল পরিচালনা করে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে আগমনকালে চাপাতলা গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর গোলাপ বাগানের সামনের পাকা রাস্তার উপর হতে ফরিদপুরের সদরপুরের সাগর প্রমাণিকের ডাঙ্গী গ্রামের মৃত নকুল মন্ডলের পুত্র সত্য মন্ডল (৪৬) ও বাগেরহাট জেলার রামপাল উপজেলার চাঁদপুর গ্রামের আঃ কুদ্দুছ ফকিরের প্রত্র আশিকুল ইসলাম (৪২) কে আটক করা হয়।

একই দিনের রাতে মেদিনীপুর বিওপি’র নায়েক মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে দায়িত্বপূর্ণ এলাকার হরিহরনগর গ্রামের মোঃ সান্ত মন্ডলের আম বাগানের মধ্যে হতে আসামীবিহীন অবস্থায় ২৬৫ পিচ ভারতীয় ভায়েগ্রা উদ্ধার করা হয়।