অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ‘সুন্দরবন বিনাশী’ কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎকেন্দ্র দ্রুত বন্ধের দাবিতে সাইকেলর র্যালি করেছে ‘ধরিত্রী রক্ষায় আমরা (ধরা)’, ‘সুন্দরবন রক্ষায় আমরা’, ‘ওয়াটারকিপার্স বাংলাদেশ’ ও ‘পশুর রিভার ওয়াটারকিপার’ নামের চারটি সংগঠন।
শনিবার (২৮ জুন) সকালে বাগেরহাটের মোংলায় ‘গ্লোবাল ডে অব অ্যাকশন’ পালন উপলক্ষে এ সাইকেল র্যালি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন, পরিবেশ ও জলবায়ু ঝুঁকিপূর্ণ সুন্দরবন বিনাশী রামপাল বিদ্যুৎকেন্দ্র এখনই বন্ধ করতে হবে। ঋণ নয় আমরা জলবায়ু ক্ষতিপূরণ ক্ষতিপূরণ চাই। আমরা প্রাকৃতিক দুর্যোগ, নদী ভাঙ্গন, লবণাক্ততা ও জলবায়ু উষ্ণতা থেকে বাঁচতে চাই। পৃথিবীর রক্তক্ষরণ বন্ধে গ্লোবাল সাউথ থেকে গ্লোবাল নর্থ পর্যন্ত সম্পদগুলো একত্রিত করে দায়িত্বশীলতার সঙ্গে বণ্টন করতে হবে।
রামপাল বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের আধিপত্যের প্রতীক: আনু মুহাম্মদরামপাল বিদ্যুৎ কেন্দ্রটি ভারতের আধিপত্যের প্রতীক: আনু মুহাম্মদ
র্যালির উদ্বোধন উপলক্ষে সমাবেশে সভাপতিত্ব করেন সুন্দরবন রক্ষায় আমরা’র নেতা মো. নাজমুল হক। এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য করেন ধরিত্রী রক্ষায় আমরা-এর নেতা জানে আলম বাবু, মো. হাছিব সরদার, ওয়াটারকিপার্স বাংলাদেশের মারুফ বিল্লাহ, পশুর রিভার ওয়াটারকিপার ভলান্টিয়ার মেহেদী হাসান বাবু, ছাত্রনেতা শেখ সিফাতুল্লাহ শুভ, মঈন গাজী, আরাফাত আমিন দূর্জয় প্রমুখ।