স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করার দায়ে মেসার্স হেলাল এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ এন্ড অটো রাইচ প্রসেসিং মিলসকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। ৩০ জুন সোমবার সকালে উপজেলার বালিরগর্ত বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নেতৃত্ব দেন মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার। তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী চাল বাজারজাতকরণে প্লাস্টিকের বস্তা ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। অথচ নিয়মনীতি উপেক্ষা করে প্রতিষ্ঠানটি প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করছিল। এ কারণে প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে উপজেলা পাট অফিসার মিঠুন বিশ্বাস, মহেশপুর থানার পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
এ সময় উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তার আরও জানান, ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।